বিয়ের ৩ বছর, একসঙ্গে ১ দশক, জিম করবেটের জঙ্গলে ভালবাসায় ডুবলেন গৌরব-ঋধিমা, দেখুন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Nov 2020 02:13 PM (IST)
1
'১০ বছর, ৩৬৫০ দিন, অনেক হাসি-কান্না-চুমু-আলিঙ্গন'....গৌরবের বাহুডোরে থাকতে পেরেই খুশি তিনি। সব ছবি - গৌরব ও ঋধিমার ফেসবুক পেজ থেকে নেওয়া।
2
'এক সঙ্গে পথ চলেছি, এক সঙ্গে অনেক কিছু শিখেছি।'
3
ঋধিমাও বিয়ের তারিখে দুজনের মা-বাবার সঙ্গে এই ছবিটি শেয়ার করেন।
4
'এই পাগলি মেয়েটারে নিয়ে কীই বা বলি, আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। '
5
৭ বছরের প্রেম, ৩ বছরের বিবাহিত জীবন। সব ওঠা-পড়ার মুহূর্তে পাশে থাকার জন্য গৌরব ধন্যবাদ জানিয়েছেন ঋধিমাকে। বলেছেন...
6
দুজনেই খুব ঘুরতে-বেড়াতে ভালবাসেন। কিছুদিন ধরে তাঁরা ছুটি কাটালেন জিম করবেট পার্কে। সেখানেই সেলিব্রেট করলেন একসঙ্গে কাটানোর এক দশকের আনন্দ।
7
'আমার পরাণ যাহা চায় তুমি তাই...', ৩ বছর বিয়ের পরও একে অপরকে চোখে হারান গৌরব চক্রবর্তী ও ঋধিমা ঘোষ। ২৮ নভেম্বর বিয়ের তারিখে গৌরব তাঁর স্ত্রীর উদ্দেশে লিখলেন এই ভালবাসার বার্তা।