Actor Koushik Roy Joins BJP : 'মানুষের জন্য কাজ করতেই বিজেপিতে', Dilip Ghosh এর হাত থেকে পতাকা নিয়ে রাজনীতিতে কৌশিক
শুক্রবারই রাজনৈতিক ময়দানে কোমর বেঁধে নামলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা কৌশিক রায়। বিজেপির রাজ্য অফিসে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দলের পক্ষ থেকে পতাকা তুলে দেন তাঁর হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৌশিকের পরিবারের মানুষরাও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে অন্য ভাবধারায়। তবে পদ্মপতাকা হাতে নিয়ে নিজের জেলা, শহরের জন্য কাজ করতে পারবেন বলে তাঁদের বিশ্বাস।
রাজনীতিতে আসার ইচ্ছে কৌশিকের বহুদিনের। সেই ইচ্ছেপূরণেরই এটা সবথেকে ভাল সময় মনে করছেন তিনি। আশা, গেরুয়া শিবিরে গিয়ে তিনি মানুষের জন্য কাজ করতে পারবেন।
২০১১ সাল থেকেই টেলিভিশনে জনপ্রিয় কৌশিক। বধূ কোন আলো লাগল চোখে, ইষ্টি কুটুম, একলা চলো , বোঝেনা সে বোঝেনা, কুসুম দোলা, ফাগুন বউ - ইত্যাদি ধারাবাহিকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে।
কৌশিক রায় এক ধারাবাহিকে এক সময় ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করেন। তারপর বিভিন্ন সিরিয়ালেই তিনি মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। নেগেটিভ চরিত্রেও তিনি দারুণ জনপ্রিয়তা পান।
তিনি 'খড়কুটো'র সৌজন্য। আবার তাঁর জনপ্রিয়তা 'ক্রেজি' ডাকেও। সেই সৌজন্যর হাতেই এবার রাজনৈতিক দলের পতাকা। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে BJP তে যোগ দিলেন তিনি।
সৌজন্যর গেরুয়া শিবিরে যোগদানের মঞ্চে ছিলেন সৌমিত্র খাঁ-সহ বিজেপির অন্যান্য হেভিওয়েট নেতারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -