WB Budget 2023: মহিলা, গ্রাম ও কৃষকদের ওপর বিশেষ নজর, রাজ্য বাজেটে একগুচ্ছ বরাদ্দ
পঞ্চায়েত ভোটের আগে রাজ্য বাজেটে একগুচ্ছ বরাদ্দ। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি থেকে স্ট্যাম্প ডিউটিতে ছাড়। ভোটের প্রাক্কালে রাজ্যের রাস্তাঘাট ঢেলে সাজানো থেকে কর্মসংস্থান বৃদ্ধিতে জোর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপড়ুয়াদের বাড়তি আর্থিক সাহায্য দেওয়া থেকে ৬০ পেরোলেই বার্ধক্য ভাতা সরাসরি দেওয়ার প্রতিশ্রুতি। লক্ষ্মীর ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী একাধিক রাজ্য সরকারের প্রকল্পে ঢালাও প্রতিশ্রুতি রাজ্য সরকারের বাজেটে।
রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন এদিন। ঠিক কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করা হল রাজ্য বাজেটে ? দেখে নিন এক ঝলকে।
বাড়ল ডিএ - 'রাজ্য সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্তদের জন্য ৩ শতাংশ ডিএ। আগামী মার্চ থেকে ডিএ বৃদ্ধি কার্যকর', জানালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
নজর রাস্তায় - 'গ্রামীণ সড়ক উন্নয়নে রাস্তাশ্রী প্রকল্প, যেখানে ১১ হাজার ৫০০ কিলোমিটার রাস্তার জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ।
আর্থিক সহায়তা প্রকল্প - ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের আর্থিক সহায়তার জন্য ঋণপ্রকল্প। এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ। ১৮-৪৫ বছরের মধ্যে যাঁরা স্বনিযুক্তি প্রকল্পের জন্য ৫ লক্ষ টাকা ঋণ পাবেন।
বার্ধক্য ভাতা - এবার বাজেটে লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে বার্ধক্যভাতাকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
বাড়ল বিধায়ক ভাতা - বিধায়কদের এলাকা উন্নয়ন প্রকল্পে বছরে ৬০ লক্ষ টাকা দেওয়া হয়। এই বরাদ্দ ১০ লক্ষ টাকা বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য বাজেটে।
স্ট্যাম্প ডিউটিতে বাড়ল ছাড় - বাড়ি-ঘর ক্রয়ের উপর স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাসের জন্য বহাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -