পুজোর আনন্দে কাঁটা নিম্নচাপ! উপকূলবর্তী এলাকায় সতর্কতা, দিঘায় চলছে মাইকিং
দুর্যোগের জেরে ষষ্ঠীর সকালে পূর্ব মেদিনীপুরের কাঁথি, দিঘা প্রভৃতি এলাকায় বাজার হাট বন্ধ। বসেনি দিঘা মোহনার মাছের বাজারও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকাকদ্বীপ, ডায়মন্ড হারবার, নামখানা, ফ্রেজারগঞ্জ, সাগর প্রতিটি বন্দরে ফিরে এসেছে একাধিক ট্রলার।
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যাঁরা গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে।
সতর্ক প্রশাসন। দিঘা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী অঞ্চলে মাইকে সতর্কতামূলক প্রচার চালানো হচ্ছে।
ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে শুরু বৃষ্টি। অষ্টমী পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস।
তার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ।
দিঘায় পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে সতর্ক করা হয়েছে। মাইকে প্রচার চালাচ্ছে প্রশাসন।
মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে।
জেলা প্রশাসন সমস্ত ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -