করোনার জের, বড়দিনে আলিপুর চিড়িয়াখানার চেনা ভিড় উধাও
বড়দিনের জন্য সান্তার টুপি মাথায় দিয়ে কচি-কাঁচারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যান্য বছর বড়দিনে প্রায় লক্ষ লোকের সমাগম হয় চিড়িয়াখানায়। অতিমারি আবহে অবশ্য তা হয়নি। ছোট ছোট দলে অনেকে এসেছিলেন। শতরঞ্জি বিছিয়ে চলল খাওয়াদাওয়া।
অলস মেজাজে। পরিখায় দেখা মিলল প্রকাণ্ড কুমীরের।
রোদ পোহাচ্ছে জিরাফ। চিড়িয়াখানায় বড়দিনের সকালে।
করোনা আবহে পারস্পরিক দূরত্ববিধি যাতে মানা হয়, সে ব্যাপারে সতর্ক ছিল চিড়িয়াখান কর্তৃপক্ষ। প্রত্যেক প্রাণীর এনক্লোজারের সামনে সাদা বৃত্ত করে পারস্পরিক দূরত্ববিধি মানার জন্য মার্কিং করা হয়েছে।
খোশমেজাজেই ধুলো মাখামাখি করতে দেখা গেল হাতিদের।
বড়দিনের সকালে আলিপুর চিড়িয়াখানায় পরিচিত ভিড়ের ছবিটা উধাও।
ছিল না টিকিটের লম্বা লাইন।
চিড়িয়াখানার বিখ্যাত শিম্পাঞ্জি 'বাবু'। ভিড় ভালবাসে। কালো মাথার ঢল না দেখে কি একটু হতাশ!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -