দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি, তারপর করজোড়ে অমিত শাহ প্রার্থনা করলেন ...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2020 02:55 PM (IST)
1
সব ছবি: BJP Bengal - এর ট্য়ুইটার অ্যাকাউন্ট থেকে।
2
মায়ের কাছে কী চাইলেন অমিত শাহ। বিজেপি বেঙ্গলের তরফে পোস্ট করে জানানো হয়েছে, অমিত শাহ জানান, 'মায়ের কাছে প্রার্থনা করেছি মোদিজীর নেতৃত্বে এই রাজ্য গৌরব প্রাপ্ত করুক। সূত্র: @BJP4Bengal
3
স্বরাষ্ট্রমন্ত্রী আসার আগে থেকে মন্দির জুড়ে ছিল কড়া নিরাপত্তা।
4
অমিত শাহকে ঘিরে ছিলেন বিজেপির হেভিওয়েট নেতারা। দিলীপ ঘোষ, মুকুল রায়, সৌমিত্র খান তো ছিলেনই, ছিলেন রাহুল সিনহাও।
5
মাতৃমন্দিরের গর্ভগৃহে পঞ্চপ্রদীপ নিয়ে আরতি করলেন ভবতারিণীকে।
6
তিনি প্রখ্যাত ডিজাইনার। কিন্তু এখন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা। সুন্দর চওড়া লালপেড়ে সাদা শাড়িতে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে মঙ্গল তিলক কেটে বরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রীকে।