দিল্লিতে রেকর্ড সময়ে হাজার শয্যার করোনা হাসপাতাল তৈরি, ঘুরে দেখলেন অমিত শাহ, রাজনাথ সিংহ

রেকর্ড ১১ দিনে দিল্লি ক্যান্টনমেন্ট অঞ্চলে এক হাজার শয্যার করোনা হাসপাতাল তৈরি করে ফেলল ডিআরডিও। সর্দার বল্লভভাই পটেলের নামাঙ্কিত এই হাসপাতাল করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দিল্লিতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৯৭,২০০। সুস্থ হয়ে উঠেছেন ৬৮,২৫৬ জন। চিকিৎসা চলছে ২৫,৯৪০ জন। ছবি সৌজন্যে ট্যুইটার

এই হাসপাতালে এক হাজার শয্যার মধ্যে ২৫০টি আইসিইউ শয্যা। ছবি সৌজন্যে ট্যুইটার
আজ এই হাসপাতাল পরিদর্শনে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল ও ডিআরডিও চেয়ারম্যান জি সতীশ রেড্ডি। ছবি সৌজন্যে ট্যুইটার
ডিআরডিও-র পক্ষ থেকে জানানো হয়েছে, এই হাসপাতালে সেনাবাহিনীর চিকিৎসক, নার্স ও চিকিৎসাকর্মীরা থাকবেন। ছবি সৌজন্যে ট্যুইটার
এই হাসপাতাল তৈরিতে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ডিআরডিও-কে সাহায্য করেছে দিল্লি সরকার ও টাটা সন্স। ছবি সৌজন্যে ট্যুইটার
এই হাসপাতালে মেডিক্যাল অক্সিজেন গ্যাস, পিপিই কিট, ভেন্টিলেটর, করোনা পরীক্ষা সহ অন্যান্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে। ছবি সৌজন্যে ট্যুইটার
- - - - - - - - - Advertisement - - - - - - - - -