Assam Floods : অসমে বন্যায় বাড়ছে প্রাণহানি, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা ; উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
অসমে বন্যা
1/10
অসমে বন্যায় আরও নয় জনের মৃত্যু। এনিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। শুক্রবার এমনই জানিয়েছে অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ।
2/10
অসমের হোজাই, নলবাড়ি, বাজালি, ধুবরি, কামরুপ, কোকড়াঝাড়, সোনিতপুর জেলা থেকে প্রাণহানির খবর পাওয়া গেছে।
3/10
বন্যা পরিস্থিতির জেরে ২৮টি জেলার ১৮.৯৪ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।
4/10
এদিন সকাল ৬টায় প্রধানমন্ত্রী ফোন করে অসমের বন্যা পরিস্থিতির কথা জানতে চেয়ে কেন্দ্রের তরফে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
5/10
বন্যার জেরে এই মুহূর্তে অসমের ২ হাজার ৯৩০টি গ্রাম জলের তলায়।
6/10
বন্যা-কবলিত জেলার ৪৩৩৩৮.৩৯ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
7/10
রাজ্যের বেকি, মানস, পালগাদিয়া, পুথিমারি, জিয়া ভারালি, কপিলি ও ব্রহ্মপুত্র নদ-নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে।
8/10
বন্যায় ১,০৮,১০৪ মানুষ ক্ষতিগ্রস্ত। তাঁরা জেলা প্রশাসনের তৈরি ৩৭৩টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
9/10
শুধুমাত্র বাজালি জেলাতেই ৩.৫৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। এর পরে দারাংয়ে ২.৯০ লক্ষ মানুষ, গোয়ালপাড়ায় ১.৮৪ লক্ষ মানুষ, বরপেটায় ১.৬৯ লক্ষ মানুষ, নলবাড়িতে ১.২৩ লক্ষ মানুষ, কামরুপের ১.১৯ লক্ষা মানুষ ও হোজাই জেলার ১.০৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত।
10/10
অতিরিক্ত বৃষ্টির জেরে ডিমো হাসাও, গোয়ালপাড়া, হোজাই, কামরুপ ও কামরুপ (মেট্রোপলিটন)-এ ধস নামে।
Published at : 18 Jun 2022 02:35 PM (IST)