Horoscope Today: কেমন কাটবে আপনার দিন? আজকের রাশিফল জেনে নিন
Daily Horoscope: সপ্তাহের এই দিনটি কেমন যাবে? কী বলছে আপনার রাশি? চলুন জেনে নেওয়া যাক। তবে জেনে নেওয়ার আগে মনে রাখবেন, দিন-রাতের মতোই আলো-অন্ধকার রয়েছে আমাদের ভাগ্যচক্রেও।
ফাইল ছবি
1/12
মেষ-খেলাধুলো করতে পারেন আজ। ভাইবোনের সাহায্য পাবেন আজ। বাড়িতে সুখের পরিবেশ বজায় থাকবে। ব্যবসার কাজে আবেগপ্রবণ হলে চলবে না। নিজের জন্য সময় বের করুন।
2/12
বৃষ-দুশ্চিন্তা কমিয়ে মানসিক শান্তির দিকে মনোনিবেশ করতে হবে। বাড়িতে সন্ধেবেলা অতিথি আসতে পারেন। প্রিয়জনেরা আপনাকে ভাল রাখবে। অন্যদের মন জয় করতে পারবেন আজ।
3/12
মিথুন- ইতিবাচক মনোভাব বজায় থাকবে। মূল্যবান কোনও জিনিস চুরি হয়ে যেতে পারে। বন্ধুরা প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করবে। কর্মক্ষেত্রে আজ কিছু ভালো খবর পেতে পারেন। শান্ত- নিরিবিলি কোনও জায়গায় কাটাতে চাইবেন আজ।
4/12
কর্কট- আত্মবিশ্বাস বজায় থাকবে আজ। স্ত্রীর সঙ্গে কেনাকাটা করতে যাবেন আজ। পকেটে টান পড়তে আজ। অতীতের সুখ স্মৃতি আপনাকে ব্যস্ত রাখবে। চাকরি-সম্পর্কিত আগের যেকোনও বিষয় ঝামেলা হতে পারে।
5/12
সিংহ- স্বাস্থ্য বজায় রাখতে অতিরিক্ত খাওয়া এড়ানো গুরুত্বপূর্ণ। আজ মানসিক চাপ অনুভব করতে পারেন। নতুন কোনও কিছু শুরু করার ক্ষেত্রে আজ আদর্শ দিন। আজ পদোন্নতির সম্ভাবনা রয়েছে।
6/12
কন্যা- যোগব্যায়াম এবং মেডিটেশন দিয়ে দিন শুরু করলে অনেক উপকার পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আর্থিক লক্ষ্য নিয়ে আলোচনা করতে পারেন। আপনার বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগিয়ে বাড়ির সমস্যা সমাধান করতে হতে পারে।
7/12
তুলা- যে কোনও চ্যালেঞ্জ নেওয়ার জন্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে যা একটি আইনি বিবাদে পরিণত হয়। তাতে আর্থিক ক্ষতির আশঙ্কা। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া এড়ানো গুরুত্বপূর্ণ।
8/12
বৃশ্চিক- অত্যধিক ভ্রমণের ফলে শরীর ক্লান্ত হবে। অর্থ সঞ্চয় করার তাত্পর্য সম্পর্কে পরামর্শ দিতে পারেন বাবা মা। বন্ধুদের সঙ্গে সময় কাটবে আজ। ছুটির পরিকল্পনা করতে পারেন।
9/12
ধনু- আবেগপ্রবণ প্রকৃতি গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। বিভিন্ন উত্স থেকে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে ভাইকে পাশে পাবেন। পারিবারিক সমস্যা সমাধানের একমাত্র আলোচনা।
10/12
মকর-সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। আর্থিক উন্নতির জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই। জমির সম্পত্তি এবং সোনা কেনার জন্য আজ উপযুক্ত দিন। পারিবারিক বিষয়ে হস্তক্ষেপ করতে পারেন কোনও তৃতীয় ব্যক্তি।
11/12
কুম্ভ- যে কোনও কাজ করার আপনার প্রচুর শক্তি থাকবে। বিনিয়োগ এবং ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে তথ্য গোপনে রাখুন। স্বাস্থ্য জটিলতা তৈরি হতে পারে স্ত্রীর। ফলে মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে দিতে পারে। সহকর্মীদের সঙ্গে বুঝে কথা বলুন।
12/12
মীন- স্বাস্থ্যের দিক থেকে খুব ভালো দিন। আত্মবিশ্বাসী বজায় থাকবে। অতীত বিনিয়োগ থেকে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অবসর সময় উপভোগ করতে পারেন। সৃজনশীল কাজ করার সম্ভাবনা।
Published at : 28 Mar 2023 07:18 AM (IST)