Daily Astrology: ব্যবসায় ক্ষতি, সন্তানকে নিয়ে দিনভর দুশ্চিন্তা, একনজরে শুক্রবারের রাশিফল
মেষ- সাফল্য আসতে পারে। কাজের কারণে বাড়বে ক্লান্তি। দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে। পরিবারের কারও কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা। কাউকে টাকা ধার দিলে ফেরত পাবেন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন, তাতে মন ভাল থাকবে। ব্যবসায় লাভের সম্ভাবনা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ- আয় বাড়ার সম্ভাবনা। পরিবারের সদস্যদের থেকে কোনও উপহার পেতে পারেন। ঝুঁকি নিয়ে কোনও কাজ করবেন না। তাতে কাজ শেষ করার ক্ষেত্রেও সমস্যা হবে। যাঁরা চাকরি করছেন তাঁরা সাফল্য পাবেন। কাজের চাপ বাড়বে। অপ্রয়োজনীয় কথা বলবেন না।
মিথুন- আয় বাড়বে। কর্মক্ষেত্রে থাকবে ব্যস্ততা। সঙ্গীর সময় এবং সমর্থন পাবেন। আপনার ব্যবহার এবং আচরণে সবাই খুশি থাকবে। দীর্ঘদিন ধরে কোনও সমস্যা থাকলে তা মিটে যাবে। কাজের প্রয়োজনে কোথাও ঘুরতে যেতে হতে পারে। বাড়ির কাজে মন দিতে পারেন।
কর্কট- ঝুঁকি নিয়ে কাজ করলে বিপদ বাড়বে। কাজের প্রয়োজনে কোনও সহকর্মীর থেকে সাহায্য নিতে হতে পারে। ভাইবোনকে পাশে পাবেন। কোনও কাজে বাধা এলে তা কেটে যাবে। বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে। অফিসের কাজের পাশাপাশি, অন্যান্য কাজও করতে হতে পারে। শত্রুপক্ষর থেকে সাবধান।
সিংহ- আয়ের দিক থেকে ভাল দিন। সঙ্গীর সঙ্গে বাড়বে বিবাদ। সহকর্মীর সঙ্গে কোথাও যেতে পারেন। সহকর্মীদের থেকে উপহার পেতে পারেন। আয়ের পথ প্রশস্ত হবে। মন ভাল থাকবে। মানসিক চাপ থেকে মুক্ত হবেন। সন্তানকে সময় দিতে হবে।
কন্যা- সৃজনশীল কাজে মন দিতে পারবেন। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। স্টক মার্কেটের কাজের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বেশি সতর্ক হতে হবে। আপনার সাহায্য চাইতে পারেন কেউ। ব্যবসায় বড় টেন্ডার পেতে পারেন। উন্নতির পথে বাধা এলে তা কেটে যাবে। বিনিয়োগের জন্য ভাল সময়।
তুলা- ভালমন্দ মিশিয়ে কাটবে দিন। স্ত্রীর সমর্থন পাবেন। বাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় সাফল্য আসবে। ব্যয়ের কারণে সমস্যা বাড়তে পারে। সহকর্মীর কাছে মনের কথা খুলে বলতে পারেন।
বৃশ্চিক- দীর্ঘদিন ধরে বাকি থাকা কাজ শেষ হবে। আয়ের কারণে মন খুশি থাকবে। বন্ধুদের সঙ্গে মন খুলে কথা বলতে পারেন। বিশেষ কোনও কাজের জন্য দিনভর ব্যস্ত থাকবেন। সন্তানের উন্নতিতে মন খুশি থাকবে।
ধনু- দিনভর থাকবে ব্যস্ততা। সৃজনশীল কাজে মন বসবে। যে কোনও কাজে অফিসে পাবেন প্রশংসা। গাড়ি কিনতে পারেন। বৈদ্যুতিন যন্ত্র কিনতে পারেন। লেখাপড়ার ক্ষেত্রে আপনার মুখ উজ্জ্বল করবে সন্তান। পরিবারের কোনও সদস্যের বিয়ে পাকা হতে পারে।
মকর- যে কোনও কাজের জন্য অনুকূল দিন। পিকনিকে যেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। পৈতৃক সম্পত্তির ভাগ পেতে পারেন। ব্যবসায় বাধা এলে তা কেটে যাবে। উন্নতির পথে কোনও বাধা আসলে তা কেটে যাবে।
কুম্ভ- আশীর্বাদ পাবেন আজ। ব্যবসায় লাভের মুখ দেখতে পারবেন। কাজের ক্ষেত্রে উপহার পেতে পারেন। সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে। পারিবারিক কোনও সমস্যা আলোচনা করে মিটিয়ে নিন। সঙ্গীর সঙ্গে বুঝেশুনে কথা বলুন।
মীন- টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে নজরে রাখুন। পারিবারিক সমস্যা ফিরে আসতে পারে। কোনও বিষয়ে অকারণে সমস্যা হতে পারে। স্ত্রীর সঙ্গে কেনাকাটা করতে যেতে পারেন। ব্যয়ের বিষয়ে আরও সতর্ক হতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -