Daily Astrology: কর্মক্ষেত্রে বাড়বে সমস্যা, স্ত্রীর কথা শুনলে কাটবে বিপদ, কী রয়েছে আপনার ভাগ্যে?
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi): পারিবারিক বিবাদ মিটবে। কর্মক্ষেত্রে কোনও সমস্যা সমাধানের জন্য সহকর্মীর থেকে সাহায্য নিতে পারেন। পরিবারের কোনও সদস্য পুরষ্কৃত হতে পারেন। তাতে পরিবারে খুশির হাওয়া থাকবে। কারও থেকে ধার নিলে শোধ করে দেওয়ার চেষ্টা করুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ - কালকের রাশিফল (Brisha Rashi): আর্থিক দিক থেকে ভাল দিন। সামাজিক কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের সতর্ক থাকতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ থাকলে তা শেষ করতে হবে। আইনি বিষয়ে সচেতন হতে হবে। কোনও গুরুত্বপূর্ণ তথ্য় হাতে আসতে পারে। তাতে ভবিষ্য়ত পরিকল্পনা সহজ হবে।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi): স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে। ব্য়স্ততা থাকবে কর্মক্ষেত্রে। কাজের চাপে স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারবেন না। কাউকে অনেক টাকা ধার দিলে সমস্যায় পড়বেন। আর্থিক দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে শত্রুরা সমস্যার সৃষ্টি করবেন।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi): কথা এবং ভাষা সম্পর্কে সচেতন হতে হবে। গাড়ি কিনতে গেলে ভাইকে সঙ্গে নিতে হবে। পুরনো বন্ধুর সঙ্গে বিবাদ হতে পারে। আপনার আচরণে রেগে যেতে পারেন মা। কাজের প্রয়োজনে কোনও সহকর্মীর সঙ্গে কথা বলতে হবে।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi): দীর্ঘদিনের জমে থাকা কাজ শেষ হবে। আর্থিক দিক থেকে উন্নতির জন্য আরও দ্রুত কাজ করতে হবে। আয় বাড়বে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। কাজের পরিকল্পনা করতে হবে। মানসিক চাপ কমবে পড়ুয়াদের।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi): কাউকে টাকা ধার দিলে ফেরত পেতে সমস্যা হবে। শ্বশুরবাড়ির কোনও সদস্যের সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন। প্রতিশ্রুতি দেওয়ার আগে ভেবে নিন। সম্পত্তির বিষয়ে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্টক মার্কেটে বিনিয়োগ করতে চাইলে লাভজনক হবে।
তুলা রাশি- কালকের রাশিফল (Tula Rashi): দীর্ঘদিনের জমে থাকা কাজ শেষ হবে। পরিবারের কেউ আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন। স্বামীর কথা মন দিয়ে শুনতে হবে। বাইরের কারও কোনও বিষয়ে মন্তব্য করবেন না। কোনও বন্ধুর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi): ভাল-মন্দ মিশিয়ে কাটবে দিন। ব্যক্তিগত বিষয়ে কাউকে কোনও কথা বলবেন না। কাজ শেষ না হওয়ার জন্য বিভিন্ন দিকে যেতে হতে পারে। পারস্পরিক সহযোগিতার পরিবেশ থাকবে। কাজ বাকি থাকবে। তাতে সমস্যা বাড়বে। পরিবারের কারও বিয়ে নিয়ে বাধা থাকলে মিটে যাবে।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi): কারও সঙ্গে পার্টনারশিপে কাজ করতে পারেন। বেঁচে থাকার ধরনে পরিবর্তন আসবে। স্বাস্থ্যের বিষয়ে অবহেলা করবেন না। ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বাড়িতে আত্মীয়রা আসবেন। কাজ শেষ করা নিয়ে দুশ্চিন্তা নয়।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi): সম্পত্তি নিয়ে বিবাদ থাকলে তা মিটে যাবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ থাকলে তা শেষ হয়ে যাবে। পুজোর আয়োজন করতে পারেন বাড়িতে। বাড়িতে অতিথি আসতে পারেন। স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi): ব্যবসা শুরু করার জন্য ভাল দিন। বন্ধু স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। টাকার জোগাড় করতে হতে পারে। আপনার কাজে স্ত্রীর সমর্থন পাবেন। পরিবারের কোনও সদস্য কিছু উপদেশ দিলে তা কার্যকর করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভেবে কথা বলুন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi): অপ্রয়োজনীয় কোনও কাজের জন্য দুশ্চিন্তা বাড়বে। সন্তানের পরীক্ষার ফল নিয়ে চিন্তা বাড়বে। কাজের প্রতি আরও বেশি নিষ্ঠাবান হতে হবে। পারিবারিক সমস্যা মেটাতে বাবার সঙ্গে কথা বলুন। কোথাও ভ্রমণ করতে যেতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -