Daily Astrology:সম্পত্তি নিয়ে বিবাদ, সোমবার মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, কী বলছে আপনার রাশিফল?
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে। কোনও কাজ নিয়ে দুশ্চিন্তা থাকলে তা থেকে মুক্তি মিলবে। পরিবারের সদস্যের থেকে সমর্থন পাবেন। পার্টনারশিপে কাজ শুরু করতে পারেন। স্বল্প লাভের কোনও প্রকল্পে বিনিয়োগে পরিকল্পনা করতে পারেন। কোনও কাজ নিয়ে সমস্যায় পড়তে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিনভর থাকবে ব্যস্ততা। শারীরিক সমস্যা বাড়বে। কাজ করতে অনীহা হবে। কর্মক্ষেত্রে পরিবেশ নিয়ে চিন্তা বাড়বে। পারিবারিক বাকবিতণ্ডার পরিবেশ তৈরি হবে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ বাড়বে। সন্তানের উন্নতিতে কোনও বাধা থাকলে তা কেটে যাবে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
ভালমন্দ মিশিয়ে দিন কাটবে। গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কারও সঙ্গে বিবাদে জড়াবেন না। যেচে উপকার করতে গেলে বিপদে পড়তে পারেন। সন্তানকে সময় দিতে হবে। কোথাও ঘুরতে নিয়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব থাকলে তা মিটে যাবে। বাড়ির পরিবেশ সুখের হবে।
মন খুশি থাকবে। লাভের পরিকল্পনার প্রতি মনোযোগ দিতে হবে। গাড়ি কিনতে পারেন। পরিবারের সদস্যদের পাশে পাবেন। ধর্মীয় কাজে অংশ নিতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে কোনও বাধা থাকলে কেটে যাবে। কারও থেকে টাকা ধার নিয়ে থাকলে তা শোধ করতে পারবেন।
কোনও কাজের ফল পাবেন হাতেনাতে। পরিবারের সদস্যদের থেকে সাহায্য পাবেন। বন্ধুদের সঙ্গে কোনও বিনোদনমূলক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। বিশেষ কারও সঙ্গে দেখা হতে পারে। কোনও কাজ শেষ হতে পারে। কোনও কাজের পরিকল্পনা করলে তা শেষ হবে।
দূরে কোথাও যেতে হতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রেমের সম্পর্কে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গীর কথা মেনে চলতে হবে। বিতর্ক দীর্ঘ সময় চলতে পারে। মনে কোনও কিছু নিয়ে হতাশ থাকবেন। পড়াশোনায় ফাঁকি দিলে সমস্যায় পড়বেন।
ভালমন্দ মিশিয়ে দিন কাটবে। পারিবারিক কারণে সমস্যা পড়বেন। ভাইবোনের থেকে পূর্ণ সমর্থন পাবেন। স্ত্রীর সঙ্গে কিছু মতপার্থক্য হতে পারে। কোনও কাজে অকারণে দুশ্চিন্তায় থাকবেন। নতুন কাজে যোগ দিতে পারেন। কোনও সমস্যা থাকলে তা থেকে সরে যেতে হবে। শত্রুপক্ষ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন।
বৃশ্চিক রাশির জাতকদের কাজ বুঝেশুনে করতে হবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাবেন। আপনার স্ত্রীর সঙ্গে মতবিরোধ মিটে যাবে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। উন্নতির নতুন পথ খুলবে। সামাজিক সম্মান বাড়বে। খুশির সীমা থাকবে না। পরিবারের লোকজনের থেকে পূর্ণ সমর্থন পাবেন।
ভেবেচিন্তে কাজ করতে হবে। বর্ষীয়ান কারও সঙ্গে দেখা হতে পারে। টাকা হারিয়ে যেতে পারে। সন্তানকে সময় দিতে হবে। কোথাও ঘুরতে যেতে পারেন। দীর্ঘদিন ধরে কোনও কাজ বাকি থাকলে তা দ্রুত শেষ হয়ে যাবে। কোনও বিশেষ কাজে বাইরে যেতে হতে পারে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না।
জটিলতা কাটবে দিন। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ সমস্যায় ফেলতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদের আশঙ্কা রয়েছে। সাবধানে যাতায়াত করতে হবে। সন্তানের উন্নতিতে বাধা দূর হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নিতে হবে। মায়ের সঙ্গে অহেতুক ঝগড়া করবেন না, অন্যথায় তিনি আপনার উপর রেগে যেতে পারেন। দায়িত্ব এড়াবেন না।
দিনভর অশান্তির আশঙ্কা। সঙ্গীর সঙ্গে বিবাদের আশঙ্কা রয়েছে। কোনও বিতর্কে জড়াবেন না। ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা। শত্রুপক্ষ বিপদে ফেলতে পারে। তবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সহজেই বিপদ এড়াতে পারবেন। কারও দ্বারা অনুপ্রাণিত হবেন না। তাতে রয়েছে ক্ষতির আশঙ্কা। বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসবে।
সমস্যা থেকে মুক্তি পাবেন। একের পর এক ভাল খবর আসবে। আইনি বিষয়ে ঝামেলা থাকলে তা থেকে মুক্তি পাবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ব্যবসায় আটকে থাকা টাকা হাতে আসবে। কাউকে কোনও দায়িত্ব দিলে বিপদে পড়বেন। লেনদেন সংক্রান্ত বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -