Akshaya Tritiya : অক্ষয় হবে সমৃদ্ধি, মা লক্ষ্মী, গণেশ করবেন কৃপাবর্ষণ, জেনে নিন অক্ষয়তৃতীয়ার শুভক্ষণ

অক্ষয়তৃতীয়ার শুভক্ষণ

1/8
বৈশাখী শুক্লা তৃতীয়ার দিনটিই অক্ষয় তৃতীয়া হিসেবে পালন করা হয়। ব্যবসায়ীদের কাছে অতি শুভ মুহূর্ত। নতুন হালখাতা শুরু করার দিন।
2/8
অক্ষয় তৃতীয়া৷ পাঁজি মতে, পয়লা বৈশাখের পর বাংলা বছরের প্রথম শুভদিন৷ পয়লা বৈশাখের মতো এদিনও হালখাতা হয় দোকানে দোকানে৷ সেই উপলক্ষ্যে লক্ষ্মী-গণেশের পুজো করাতে এদিন বিভিন্ন মন্দিরে ভিড় করেন ব্যবসায়ীরা৷
3/8
স্বর্ণ ব্যবসায়ীদের কাছেও শুভ’র বার্তাবাহক অক্ষয় তৃতীয়া৷ ধনতেরাসে সোনা কেনা যদি উত্তর ভারতের রীতি হয়, দক্ষিণে তাহলে অক্ষয় তৃতীয়া৷ বাঙালির সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে এই তিথি।
4/8
মনে করা হয়, বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় এই দিনটিতে যে ধনসম্পদ ক্রয় করা হয়, তার কোনও ক্ষয় হয় না৷ এই বিশ্বাস থেকেই এদিন সোনাদানা কেনার বিশেষ উত্সাহ মানুষের মধ্যে৷
5/8
অক্ষয় তৃতীয়া উপলক্ষে সেই মাহেশেই মঙ্গলবার সূচনা হল রথযাত্রা উত্‍সবের। এই দিনটিতেই শুরু হয় চন্দন যাত্রা। তাই এ তিথিটির বিশেষ গুরুত্ব আছে হিন্দুদের কাছে।
6/8
মনে করা হয়, অক্ষয় তৃতীয়ার দিনে করা শুভ কাজ করলে তার ফল অক্ষয় হয়। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি ২৯ এপ্রিল বিকাল ৫.৩১ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ৩০ এপ্রিল, দুপুর ২.১২ মিনিটে শেষ হবে।
7/8
অক্ষয় তৃতীয়ায় সোনা কেনার শুভ সময় ৩০ এপ্রিল ভোর ৫.৪১ টা থেকে দুপুর ২.১২ টা পর্যন্ত। তাই সকাল সকাল পুজোর আয়োজন সারতে হবে। সকাল ৬ টা থেকে দুপুর ১২.১৮ পর্যন্ত থাকবে শুভ সময়।
8/8
অক্ষয় তৃতীয়া সৌভাগ্য এবং সাফল্য বয়ে আনে বলে অনেকেরই বিশ্বাস। তাই ঘরে ঘরে হয় লক্ষ্মী - গণেশের আরাধনা । যারা এই দিনে সোনা কিনতে অক্ষম তাঁরা কিনতে পারেন মাটির পাত্র, যে কোনো পিতলের জিনিস, যব, হলুদ সরিষা ইত্যাদি।
Sponsored Links by Taboola