April Astrology : শুক্রগ্রহের খেলায় তুঙ্গে সৌভাগ্য ! এই মাসেই টাকার গদিতে বসবে এই ৩ রাশি

April Horoscope : জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ ও সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রগ্রহের খেলায় তুঙ্গে সৌভাগ্য কাদের

1/9
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহই স্থান পরিবর্তন করে নির্দিষ্ট সময় অন্তর। যখন কোনও গ্রহ একটি রাশিতে গমন করে, তখন তার প্রভাব পড়ে বিভিন্ন রাশির উপরই। কারও ক্ষেত্রে শুভ, কারও ক্ষেত্রে অশুভ।
2/9
এপ্রিল মাসেও বেশ কতগুলি গুরুত্বপূর্ণ গ্রহের গোচর হতে চলেছে। কিছু গ্রহ বিপরীতমুখী গতিতে চলবে আবার কিছু গ্রহ সরাসরি গতিতে আসবে। এর প্রভাব রাশিচক্রের উপর পড়বেই।
3/9
জ্যোতিষী অনীশ ব্যাসের মতে, জ্যোতিষশাস্ত্রে শুক্র গ্রহকে সম্পদ ও সমৃদ্ধির কারক হিসেবে বিবেচনা করা হয়। ১৩ এপ্রিল শুক্র সরাসরি অবস্থান করবে। শুক্রের সরাসরি গতির কারণে, অনেক রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হতে পারে।
4/9
কয়েকটি রাশির জাতক হঠাৎ করেই আর্থিক সুবিধা পাবেন। আসুন জেনে নিই এপ্রিল মাসে কোন রাশির জাতকরা আর্থিকভাবে লাভবান হবেন। কাদের কপাল চকচক করে উঠবে শুক্রগ্রহের প্রভাবে।
5/9
কর্কট রাশি - শুক্রের সরাসরি গতি কর্কট রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। কেবল আর্থিক লাভই বয়ে আনবে না, ভাগ্যও এই সময়ে আপনার পক্ষে থাকবে।
6/9
কর্কট রাশি - কর্মজীবন এবং ব্যবসায় অনেক অগ্রগতি হবে। আটকে থাকা বা আটকে থাকা টাকাও উদ্ধার করা যেতে পারে।
7/9
মিথুন রাশি - শুক্র সরাসরি হলে মিথুন রাশির জাতকদের ভাগ্য বদলে যাবে। স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নত হবে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে। টাকা আসবে।
8/9
কুম্ভ রাশি - শুক্রের প্রভাবে এই সময়ে, সম্পদ লাভের প্রবল সম্ভাবনা হবে। সম্মানও বহুগুণ বৃদ্ধি পাবে। স্থগিত থাকা কাজও গতি পাবে ।
9/9
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola