Surya Gochar 2024 : সরস্বতী পুজোর পরই রাশিবদল সূর্যের, চার রাশির চাকরিতে ভাগ্য উঠবে ঝলমলিয়ে
জ্যোতিষশাস্ত্রে সব গ্রহের মধ্যে সূর্য সবথেকে গুরুত্বপূর্ণ । সূর্য শক্তির প্রধান উৎস। ১৫ জানুয়ারি দুপুর ২.৩২ এ সূর্য মকর রাশিতে গোচর হবে। আর এর ফলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে বিভিন্ন রাশির জাতকের ভাগ্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব ১২ মাসে ১২ রাশিতে অবস্থান করেন। সূর্যদেবের অধিপতি অগ্নিদেব। প্রত্যাধি দেবতা ভগবান শিব।
সেই জন্যই মনে করা হয়, কারও রাশিতে সূর্যর অবস্থান খারাপ হলে দেবাদিদেব মহাদেবের উপাসনা করা দরকার। শিবের পুজো করলে রবির শুভ ফল মেলে।
মনে রাখতে হবে, সূর্যের সুপ্রভাব পেতে হলে, নির্দিষ্ট মন্ত্র পড়ে সূর্য প্রণাম করতে হবে। সূর্য দেবের প্রিয় রং লাল। তাই সূর্যদেবকে জবা জাতীয় কোনও লাল ফুলে পুজো করা যেতে পারে।
মকর রাশিতে সূর্যের গমন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাল ফল নিয়ে আসতে পারে। এই ট্রানজিটের সময়, এই রাশির জাতকরা নানা ইচ্ছা পূরণে সফল হবেন। মকর রাশিতে সূর্যের গমন কর্মজীবনে সাফল্যের শিখরে নিয়ে যাবে। কর্মক্ষেত্রে পদোন্নতি পাবেন।
মেষ রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতেও সাফল্য পেতে পারেন। কর্মজীবনে পরিধি প্রসারিত করতেও সফল হবেন। বিদেশ সফরের ইঙ্গিতও রয়েছে। ব্যবসায় ভাল মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মকর রাশিতে সূর্যের গমন বৃষ রাশির জাতকদের জন্য শুভ ফল নিয়ে আসতে পারে। বিদেশে সম্পত্তি কেনার ভালো সুযোগ পেতে পারেন। বিদেশে পড়াশোনার সুযোগও পাবেন। বিদেশ থেকে চাকরির প্রস্তাব আসতে পারে।
সিংহ রাশিতে সূর্যের গমনের সময় সিংহ রাশির জাতকরা ইতিবাচক শক্তি পাবেন। স্বাস্থ্য ভাল হতে চলেছে। আপনার পারিবারিক অবস্থাও ভালো থাকবে। মকর রাশিতে সূর্যের গমন কর্মজীবনে বড় সাফল্য এনে দেবে।
মকর রাশিতে সূর্যের গমনের ফলে এই রাশির জাতকরা প্রচেষ্টায় সফল হবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কাজের জন্য ভ্রমণে যেতে হতে পারে। এই রাশির জাতকরা তাদের পরিশ্রমের ফল পাবেন। পদোন্নতি, উত্সাহ এবং স্বীকৃতি পাবেন। সিনিয়রদের সহযোগিতা পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -