Astro Tips : আজই স্থান পরিবর্তন করে ফেলল রাহু - কেতু, কী কী বিপর্যয় নেমে আসতে পারে জগতে ?
রাহু এবং কেতু উভয়কেই ছায়া গ্রহ হিসাবে বিবেচনা করা হয় এবং তারা সর্বদা বিপরীত গতিতে চলে। ৩০ অক্টোবর রাহু মীন রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশিতে প্রবেশ করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে বিরাজ করছিল। জ্যোতিষী ডঃ অনীশ ব্যাস জানিয়েছেন যে রাহু-কেতু ৩০ অক্টোবর স্থান পরিবর্তন করতে চলেছে।
৩০ অক্টোবর, রাত দেড়টায়, রাহু মেষ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করেছে। কেতু তুলা থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করেছে। এর আগে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে উপবিষ্ট ছিল।
রাহু-কেতু এমনই অধরা গ্রহ। তার নাম শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। জ্যোতিষশাস্ত্রে তাদের ছায়া গ্রহ বলা হয়। এই দুটি গ্রহের কারণে কুণ্ডলীতে নানা দোষ শুরু হয়।
কালসর্প দোষ, পিত্র দোষ, গুরু চণ্ডাল যোগ, অঙ্গারক যোগ ইত্যাদি তৈরি হয় রাহু-কেতুর প্রভাবে। একজন মানুষের জীবনে খুবই অশুভ প্রভাব ফেলে। রাহুকে পাপী গ্রহও বলা হয়।
জ্যোতিষী বলছেন যখনই রাহু-কেতুর রাশি পরিবর্তন হয়, তার প্রভাব কেবল সমস্ত মানুষের উপর নয়, দেশ ও বিশ্বের উপরও পড়ে। রাহু-কেতুর স্থান পরিবর্তনের কারণে অনেক ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে।
এর ফলে রাজনীতির মাঠে চড়াই-উতরাই থাকবে। রাহুর সংক্রমণে রোগ বাড়ে। মানুষের চর্মরোগ হতে পারে।
এর ফলে ফসলের ক্ষতি হতে পারে। শেয়ারবাজারে ওঠা পড়া হতে পারে। বড় নেতাদের বিষয়ে কিছু বড় ঘটনা সামনে আসতে পারে। বন্যা এবং ভূমিধসের মতো কিছু বড় প্রাকৃতিক দুর্যোগ সম্পত্তির ক্ষতি করতে পারে।
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -