Astro Tips : বিরল ত্রিগ্রহী যোগ, খ্যাতি, অর্থে ভরে উঠবেন এই রাশির জাতকরা
ত্রিগ্রহী যোগ
1/5
২৫ জুলাই সকালে,মঙ্গল, শুক্র এবং বুধ সিংহ রাশিতে একত্রিত হয়েছে। একে জ্যোতিষশাস্ত্রের পরিভাষায় ত্রিগ্রহী যোগ বলা হয়। এই যোগ যখন গঠিত হয়, কিছু রাশির ক্ষেত্রে তার ফল খুব শুভ হয়। আর এই শুভভাব বেশ কিছুদিন বজায় থাকে।
2/5
জ্যোতিষশাস্ত্রে গ্রহগুলির সমন্বয়ের বিশেষ গুরুত্ব রয়েছে। তিষশাস্ত্রে তিনটি গ্রহের মিলনকে ত্রিগ্রহী যোগ বলে। একটি রাশিতে তিনটি গ্রহ একসঙ্গে থাকলে এই যোগ তৈরি হয়। এই সমাপতন খুব বিরল বলে মনে করা হয়।
3/5
২৫ জুলাই মঙ্গল, শুক্র এবং বুধ সিংহ রাশিতে একত্রিত হয়। ত্রিগ্রহী যোগের ফলে বিশেষভাবে উপকৃত হবেন কয়েকটি রাশির জাতকরা। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক জাতিকারা এই যোগে লাভবান হচ্ছে।
4/5
মীন রাশির জাতক জাতিকারা এই সময় কাজের জন্য প্রশংসা পাবেন। উন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য আপনি জনপ্রিয়তা পাবেন। এই যোগের প্রভাবে আপনি আপনার দিকে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন। আপনি সহজেই আপনার শত্রুদের জয় করতে সক্ষম হবেন।
5/5
ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
Published at : 26 Jul 2023 11:46 AM (IST)