Ajker Rashifal: লক্ষ্মীবারে ব্যবসায় লক্ষ্মীলাভ সিংহের, ধনদেবীর আশীর্বাদ পাবে বৃষ! কোন রাশির কেমন কাটবে আজ?
Daily Astrology: আজ লক্ষ্মীদেবীর আশীর্বাদ পাবেন কোন কোন রাশি?
দেবী লক্ষ্মীর আশীর্বাদে আজ ভাগ্য সহায় কার কার?
1/12
চাকরিতে বদলির সম্ভাবনা। হাঁটুর ব্যথা ভোগাতে পারে। পরিবারের পূর্ণ সহযোগিতা থাকবে আপনার সঙ্গে। মোটের উপর ভাল মন্দ মিলিয়ে কাটার কথা দিনটি।
2/12
সঠিক কাজে আর্থিক সাফল্য লাভের সম্ভাবনাও থাকবে। অফিসে কাজের চাপ থাকবে। ব্যবসায় আরও নজর দেওয়া দরকার। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসায় লক্ষ্মীলাভের সম্ভাবনা।
3/12
অফিসে উন্নতিলাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। নিজের কর্মক্ষেত্রে রাগ নিয়ন্ত্রণে রাখুন। কথায় সংযম বজায় রাখুন। সঠিক পরিকল্পনায় সফলতা আসবে।
4/12
ব্যবসায় বেশি লাভ করতে চান তো আরও বুদ্ধি সহযোগে কাজ করতে হবে। ব্যবসায় উন্নতির জন্য বড়দের পরামর্শ নিলে ভাল। মায়ের স্বাস্থ্য ভাল নাও যেতে পারে। কথা বলার সময় সংযমী হোন অন্যথায় বিপদ আসতে পারে।
5/12
চাকরি যাঁরা করেন, পরিশ্রমের মাধ্যমে কার্যসিদ্ধি করে ফেলতে পারবেন। লাভ বেশি পাওয়ার সম্ভাবনা। পরিবারে সম্পর্ক ভাল রাখতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে।
6/12
স্বাস্থ্য নিয়ে চিন্তায় পড়তে হতে পারে। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে ভগবান বিষ্ণুর পুজো করুন। কেরিয়ার সমস্যা থেকে বের হবার জন্য রাস্তা আপনাকে নিজেকেই বের করে নিতে হবে।
7/12
চাকরি বদলের কথা ভাবতে পারেন, তবে সুফল নাও মিলতে পারে। পুরনো চাকরিতে প্রমোশন মিলতেও পারে। আপনার জীবনসঙ্গী যদি আপনার ব্যবসায়িক সহযোগীও হন, তাহলে ব্যবসায় কাল আপনার জন্য লাভজনক।
8/12
সুখ ও উন্নতিদায়ক যোগ রয়েছে। নিজের ব্যবসায় আরও ভাল করতে বড়দের পরামর্শ শুনুন। আজ লক্ষ্মীবারে বিষ্ণু ভগবানের ধ্যান করুন, মঙ্গলময় কাটবে দিন।
9/12
অনেক ধৈর্য ধরতে হবে ব্যবসায়ীদের। অনেক মনোনিবেশ করুন ব্যবসায়, তবেই উন্নতি লাভ সম্ভব। পড়ুয়ারা বিনম্র হোন, নয়তো ক্ষতির সম্ভাবনা।
10/12
আজ লক্ষ্মীবারে আর্থিক স্থিতি ভাল থাকবে। সুখ ও উন্নতিদায়ক যোগ রয়েছে। স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
11/12
নতুন চাকরি যাঁদের মন দিয়ে কাজ করুন। পদস্থ আধিকারিকের নজরে আসতে পারেন। পার্টনারশিপে ব্যবসা যাঁদের সময় ভাল কাটবে। কেরিয়ারে মন দিন। তবেই সফলতা প্রাপ্তি হবে।
12/12
ভুল থেকে ভেঙে না পড়ে শিক্ষা নিলে ভাল। ব্যবসা ভাল নাও চলতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। মন খারাপ হতে পারে।
Published at : 04 Jan 2024 08:54 AM (IST)