Lakshmi Blessing: মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন, বুঝুন এইসব সংকেতে
যে ঘরে দেবী লক্ষ্মীর বাস, সেখানে কখনও ধন-সম্পত্তির অভাব হয় না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুসারে, বাড়িতে মা লক্ষ্মীর আগমনের আগে কিছু শুভ সংকেত পাওয়া যায়। বিশেষ করে সূর্যাস্তের পর এই সংকেত পাওয়া শুভ বলে মনে করা হয়।
ধন-বৈভব-সুখ ও সমৃদ্ধির দেবী মনে করা হয় লক্ষ্মীকে। তাই, যে বাড়িতে এই দেবীর আশীর্বাদ বর্ষণ হয়, তাদের কখনও আর্থিক প্রতিকূলতা আসে না।
কিন্তু কথায় বলা হয়, মা লক্ষ্মী স্বভাবে চঞ্চল। তাই দেবীর আশীর্বাদ স্থায়ী করতে কিছু উপায় মেনে চলার কথা বলা হয়।
প্রত্যেকেই নিজের বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ চান। দেবী আসার আগে কিছু সংকেত দেন। যদি আপনিও এই সংকেত পান, তাহলে বুঝুন আপনার ঘরেও আসতে চলেছেন মা।
বাড়িতে পাখি বাসা বানালে দেবী লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়। এর অর্থ, শীঘ্রই কোথাও থেকে আপনি আর্থিক লাভ করতে চলেছেন।
স্বপ্নে ঝাড়ু, শঙ্খ, সাপ, টিকটিকি, পেঁচা, বাঁশি, পদ্ম বা গোলাপ ফুল, কলস ইত্যাদি দেখাও শুভ বলে মনে করা হয়। এই ধরনের স্বপ্ন সম্পদ অর্জনের লক্ষণ।
বাড়িতে একদল কালো পিঁপড়ে দেখাও খুবই শুভ বলে মনে করা হয়। আপনি যদি কালো পিঁপড়ের একটি দল দেখতে পান তবে তাদের ক্ষতি করবেন না। বরং, ময়দা বা চিনি জাতীয় জিনিস খেতে দিন।
কালো পিঁপড়ার একটি ঝাঁক এই লক্ষণ দেয় যে, দেবী লক্ষ্মী আপনার উপর খুব খুশি এবং আপনি তাঁর আশীর্বাদ পেতে যাচ্ছেন।
অনেকে টিকটিকি দেখে ভয় পেয়ে যান। কিন্তু, ঘরে টিকটিক দেখা গেলে তা খুবই শুভ বলে মনে করা হয়। বিশেষ করে, সূর্যাস্তের পর ঘরে একসঙ্গে তিনটি টিকটিকি দেখা গেলে তাতে মা লক্ষ্মীর আগমনের বার্তা পাওয়া যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -