Lord Vishnu Favourite Rashi: ভগবান বিষ্ণুর প্রিয় এই ৪ রাশি, জীবনে সুখ-সমৃদ্ধি-ধন-প্রেম কোনও কিছুরই অভাব হয় না এদের
মহাবিশ্বের স্রষ্টা শ্রী হরি বিষ্ণুর কৃপায় জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। বৃহস্পতিবারের সময়কাল, একাদশী এবং চতুর্মাস ভগবান বিষ্ণুর উপাসনার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। চতুর্মাস হল সেই সময়কাল যখন ভগবান চার মাস যোগনিদ্রায় থাকেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএছাড়া, যাঁরা নিয়মিত ভগবান বিষ্ণুর পুজো করেন তাঁদের উপর সর্বদা নারায়ণের আশীর্বাদ থাকে। কিন্তু এমন কয়েকটি রাশি আছে যাদের ভগবান বিষ্ণু সর্বদা আশীর্বাদ করেন। কারণ, এই রাশিগুলিকে ঈশ্বরের প্রিয় রাশি হিসাবে বিবেচনা করা হয়।
বৃষ রাশি (Brisha Rashi) - এই রাশির অধিপতি শুক্র গ্রহ। যা আবার দেবী লক্ষ্মীর কারক গ্রহ। তাই এই রাশির জাতকদের উপর সর্বদা ভগবান বিষ্ণুর আশীর্বাদ থাকে। জীবনে সবরকমের সুখপ্রাপ্তি হয় এদের।
বৃষ রাশি (Brisha Rashi) - কিন্তু, এই রাশির জাতকদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে, আপনাকে মহিলাদের সম্মান করতে হবে। পরিষ্কার - পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
কর্কট রাশি (Karkat Rashi)- কর্কট ভগবান বিষ্ণুর প্রিয় রাশি এই কারণে যে, এটি চন্দ্র গ্রহের রাশি। হরি অর্থাৎ ভগবান বিষ্ণুর রাশিও কর্কটই। তাই কর্কটকে ১২ রাশির মধ্যে সবথেকে ভাল রাশি বলে মনে করা হয়।
কর্কট রাশি (Karkat Rashi)- এই রাশির উপর শ্রীহরির কৃপা থাকে। ভগবান বিষ্ণুর কৃপায় সমাজে মান-সম্মান এবং শিক্ষা ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয়।
সিংহ রাশি (Singha Rashi)- সিংহ রাশির অধিপতি সূর্য। সূর্য হলেন পরম সত্তার রূপে বিষ্ণু, যাকে উপনিষদে বলা হয়েছে আদিত্য পুরুষ অর্থাৎ যিনি সূর্যে থাকেন।
সিংহ রাশি (Singha Rashi)- সূর্যের সঙ্গে সম্পর্কিত হওয়ায়, সিংহ রাশিও ভগবান বিষ্ণুর প্রিয় রাশিগুলির মধ্যে একটি। শ্রী হরির কৃপায় সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে সাফল্য পান এবং এঁরা তাঁদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে উচ্চতায় পৌঁছান।
তুলা রাশি (Tula Rashi)- এই রাশির কারক গ্রহ শুক্র। এটা শুধু প্রেমের গ্রহই নয়, আধ্যাত্মিক গ্রহও। এর সঙ্গে এই গ্রহকে দেবী লক্ষ্মীর কারক বলেও মনে করা হয়, যিনি ভগবান বিষ্ণুর পত্নী।
তুলা রাশি (Tula Rashi)- মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত হওয়ায়, তুলাকে ভগবান বিষ্ণুর প্রিয় রাশি বলে মনে করা হয়। এই রাশির জাতকরা উত্তম চরিত্রের হয় । জীবনে সুখ-সম্মান পান।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -