Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Zodiac Nature : ঠান্ডা মাথায় সমালোচনা সহ্য করতে পারেন, কোনও প্রতিক্রিয়া জানান না এই ৪ রাশির জাতক !
আমাদের মধ্যে এমন অনেকেই আছেন, যাঁরা সমালোচনা সহ্য করতে পারেন না। আবার অনেকেই আছেন, যাঁরা খোলা মনে সমালোচনায় বিদ্ধ হতে পারেন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভিন্ন রাশির জাতকদের ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কিছু রাশির জাতকরা তোষামোদকারী পরিবৃত্ত হয়ে থাকার পরিবর্তে, ভুল-ত্রুটি যিনি ধরিয়ে দেন তাঁকে সাদরে গ্রহণ করেন। বিনম্রভাবে সমালোচনা গ্রহণ করেন। অন্যের দৃষ্টিভঙ্গি তাঁর দুর্বলতা ধরিয়ে দিলে, তিনি তা ইতিবাচক মনে গ্রহণ করে, তা নিজের বৃদ্ধি ও সমৃদ্ধির কাজে লাগান।
মকর- এই রাশির জাতকরা গঠনমূলক সমালোচনা পছন্দ করেন। অন্যরা যতটা ভাবেন, এই রাশির জাতকরা তার থেকেও বেশি শক্তিশালী।
মকর- এই রাশির জাতকরা সমালোচনা শুনলে প্রথমটা ক্ষুণ্ণ হন, কিন্তু, একবার প্রকৃত তথ্য জানতে পারলে দ্রুত তা গ্রহণ করতে দ্বিধা বোধ করেন না। তাঁরা বুঝতে পারেন যে, তাঁদের ব্যক্তিত্বের কিছু দিক উন্নত করার প্রয়োজন আছে।
মীন- অন্যের চিন্তাধারাকে অগ্রাধিকার দেওয়ার অভ্যাস আছে মীন রাশির জাতকদের। যদি বাবা-মা বা কোনও বন্ধুবান্ধব তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেন, তবে মীন রাশির জাতকরা বিনয়ের সঙ্গে তা শোনেন। সমালোচনার মুখে কোনও অশান্তি করেন না।
মীন- তবে, কেউ যদি খুব কর্কশভাবে এই রাশির জাতককে উপদেশ দিতে যান, তাহলে তাঁকে তীব্র রাগের মুখোমুখি হতে হবে। এই জাতকরা মূলত শান্ত এবং পরিশীলিত। সাধারণত, এঁরা মেজাজ হারান না এবং নানারকম বিভ্রান্তিমূলক মন্তব্যের মধ্যেও মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেন।
ধনু- নেতিবাচক মন্তব্যে কোনও সমস্যা হয় না এই রাশির জাতকদের। তাঁরা বিশ্বাস করেন যে, গঠনমূলক সমালোচনা সহ্য করতে পারাটা প্রশ্নাতীতভাবে একরকমের দক্ষতা। তাঁরা এটাকে পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত আচরণের মানোন্নয়নের একটা সুযোগ হিসাবে দেখেন।
ধনু- যখন এই রাশির জাতকরা কোনও ভালবাসার মানুষ বা বিশ্বাস করেন এমন কারও কাছে বা সম্মান করেন এমন কারও কাছ থেকে কোনও ফিডব্যাক পান, তখন সেটাকে তাঁরা কোনও কাজ বা সম্পর্কের উন্নতি করতে ব্যবহার করেন।
বৃষ- বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অন্যের মন্তব্যের মুখাপেক্ষী থাকেন এই রাশির জাতকরা। এই রাশির জাতকরা তাঁদের দৃঢ়তার জন্যও পরিচিত। যে কারণে তাঁরা সবসময় সেইব মানুষ পরিবৃত্ত থাকেন, যাঁরা তাঁকে সবসময় সেই কথা বলেন যা তিনি শুনতে ভালবাসেন।
বৃষ- কিন্তু, অন্য মানুষ যখন সাহস করে তাঁর ত্রুটির কথা তুলে ধরেন, তখন এই রাশির জাতকরা তাঁর ইগো সরিয়ে রেখে, উপদেশ শোনার চেষ্টার করেন। এমনকী অন্যজন সেইসময় কঠিন ভাষা প্রয়োগ করলেও, তিনি কোনও বিবাদ বা বিতর্কে জড়ান না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -