Rahu-Ketu Gochar 2025: সামনে কঠিন সময়, ক্ষতি হতে পারে মারাত্মক; শীঘ্রই ২ রাশিকে চিঁড়েচ্যাপ্টা করতে আসছে রাহু-কেতু !
এই সময়ে রাহু মীন রাশিতে উপস্থিত এবং কেতু কন্যা রাশিতে
ফাইল ছবি
1/10
রাহু ও কেতুকে 'পাপ' গ্রহ বলে মনে করা হয়। ২০২৫ সালে রাহু ও কেতু গোচর হবে। ১৮ মাস পরে তাদের গতিবিধি পরিবর্তন করতে চলেছে রাহু ও কেতু।
2/10
রাহু এবং কেতু উভয়ই এমন মায়াময় গ্রহ যে উল্টো পথে চলে। এই সময়ে রাহু মীন রাশিতে উপস্থিত এবং কেতু কন্যা রাশিতে।
3/10
২০২৫ সালে, ১৮ মে রাহু মীন থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। অন্যদিকে, কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে।
4/10
রাহু এবং কেতু পরের বছর ৫ ডিসেম্বর অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত যথাক্রমে কুম্ভ এবং সিংহ রাশিতে থাকবে।
5/10
রাহু শনির রাশি কুম্ভ রাশিতে গমন বা গোচর করবে। কুম্ভ রাশির জাতকদের জন্য এই সময়টা কঠিন হতে পারে।
6/10
তাই, কুম্ভ রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে। এই সময়ে নতুন কোনো কাজ শুরু করবেন না। অর্থের ব্যাপারে সতর্ক থাকুন।
7/10
কেতু সূর্য দেবতার সিংহ রাশিতে গমন করবে। রাহু ও কেতুর রাশি পরিবর্তনের পর সিংহ রাশির জাতকদের সাবধান হওয়া উচিত।
8/10
সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু ক্ষতি হতে পারে। গুরুত্বপূর্ণ কাজে ব্যাঘাত ঘটতে পারে।
9/10
সিংহ রাশির জাতকদের উচিত এই সময়ে তাদের কর্মজীবনকে গুরুত্ব দেওয়া এবং এগিয়ে যাওয়ার জন্য কাজ করা।
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Published at : 12 Feb 2025 10:05 PM (IST)