Astrology Tips : সপ্তাহ শুরুতেই জেনে নিন সোম থেকে রবি কবে কোন দেবতার পুজোয় কাটবে সব বিপদ?
শাস্ত্রে সপ্তাহের ৭টি দিন বিভিন্ন দেব-দেবীর পূজার জন্য উৎসর্গীকৃত করা হয়েছে। বিশ্বাস করা হয় যে, যদি কেউ উপবাস করে সেই বারের পূজনীয় দেবতার আরাধনা করে, তাহলে দ্রুত ফল পাওয়া যায় এবং নয়টি গ্রহের শুভ ফলও প্রাপ্তি হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোমবারকে ভগবান শিবের দিন বলে মনে করা হয়। এর পাশাপাশি এই দিনে চন্দ্র দেবতারও পুজো করা হয়। চন্দ্র মনের দেবতা। রাশিকে চন্দ্রকে শক্তিশালী করতে এবং বিবাহিত জীবনে সুখ এবং সৌভাগ্য কামনা করতে, সোমবার শিবলিঙ্গের জলাভিষেক বা রুদ্রাভিষেক করা দরকার।
মঙ্গলবার ভগবান হনুমান ও মঙ্গল দেবের পুজো করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। নেতিবাচক শক্তি মাথায় চড়ে বসলে বজরঙ্গবলীকে ভগবানকে সন্তুষ্ট করার জন্য় মঙ্গলবার ব্রত পালন করুন।
মঙ্গলবার হনুমানজিকে ছোলা নিবেদন করলে সমস্ত প্রভাব দূর হয়। মঙ্গলবারের উপবাস শত্রু ও অশুভ শক্তির প্রভাব থেকে মুক্তি দেয়। মঙ্গলগ্রহের পুজোতেও শান্তি ফিরে আসে। মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিবাহের সম্ভাবনা তৈরি হয়।
বুধবার ভগবান গণেশকে উত্সর্গ করা হয়। বুধ গ্রহকে অনুকূল করতে এবং ভগবান গণেশের আশীর্বাদ পেতে, বুধবার সবুজ ছোলা দান করুন এবং গণপতি বাপ্পাকে দূর্বা নিবেদন করুন। এতে করে বুদ্ধিমত্তা ও জ্ঞান বৃদ্ধি পায়।
বৃহস্পতিবার মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু ও ভগবান বৃহস্পতির পুজো করার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ছোলার ডাল, কলা, জাফরান ইত্যাদি হলুদ জিনিস দান করলে দাম্পত্য জীবনে সুখ আসে।
শুক্রবারও দেবী লক্ষ্মী ও শুক্রের দিন। শুক্রবার লক্ষ্মীর আরাধনা করলে জীবনে প্রশান্তির অভাব হয় না। এর পাশাপাশি শুক্র গ্রহের শুভ প্রভাবে সৌন্দর্য, ঐশ্বর্য, যশ ও ধন-সম্পদ বৃদ্ধি পায়।
শনিদেব ন্যায়বোধের বিচারক, তিনি একজন মানুষকে তার কর্ম অনুসারে ফল দেন। শনিবার শনিদেবকে তেল ও কালো তিল নিবেদন করলে সাড়ে সাতি ও ধইয়ার অশুভ প্রভাব কমে যায়।
রবিবার সূর্য দেবতার উপাসনা করা শ্রেষ্ঠ বলে বিবেচিত হয়। প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য নিবেদন করা উচিত কিন্তু রবিবার জল নিবেদন করা ব্যক্তির সম্মান, সাহস এবং শক্তি বৃদ্ধি করে। একটি তামার পাত্রে জল, ফুল ও অক্ষত রেখে সূর্যদেবকে নিবেদন করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -