Shani Dev : কাদের উপর শনির নেতিবাচক প্রভাব পড়ে না ? কী করলে তুষ্ট হবেন গ্রহরাজ?
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, শনির স্বভাব রূঢ়। ভগবান শনির নেতিবাচক প্রভাবের কারণে জাতকদের জীবনে সমস্যা ও ঝামেলা পোহাতে হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশনির নেতিবাচক প্রভাব দূর করার জন্য মানুষ নানান ব্যবস্থা করে থাকেন। কেউ উপোস রাখেন , কেউ আবার অনেক কিছু দান করে।
শনি সবসময় খারাপ ফল দেয় না। যদি শনি কুণ্ডলীতে শুভ অবস্থানে বসে থাকেন এবং ব্যক্তি নিয়ম ও অনুশাসন মেনে চলেন, সক্রিয়ভাবে মঙ্গলের কাজে অংশগ্রহণ করেন, তবে শনি তাঁকে কখনও বিরক্ত করেন না।
যারা ভাল কাজ করে না তাদের কষ্ট দেন শনি। পদ ও অর্থের অপব্যবহার, ধনী হওয়ার পরেও যারা দুর্বলদের সাহায্য করেন না।
ভগবান শনির বিশেষ আশীর্বাদ পেতে স্থানীয় গুরুজনদের পূর্ণ ভক্তি দেখান। হনুমান চালিসা পাঠ করা উচিত।
শনিদেবকে খুশি করার জন্য পিঁপড়েদের খাওয়ানো উচিত । পিঁপড়েদের কালো তিল ও চিনি মিশিয়ে বিশেষ করে শনিবারে খেতে দেওয়া উচিত।
শনিদেবের অশুভ প্রভাব থেকে বাঁচতে শনিবার সূর্যাস্তের পর মধ্যমা আঙুলে কালো ঘোড়ার নালের আংটি বা নৌকার পেরেক পরা উচিত।
শনিবার সরিষার তেল কেনা এড়িয়ে চলতে হবে। শনিবার কালো কাপড়, কালো তিল, কালো মসুর ডাল ইত্যাদি কালো জিনিস দান করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -