Ayodhya Ram Mandir : ৫ বছরের শিশু রামলাল্লা, তার তো বিশ্রামও চাই! দর্শনের সময় বদলাল অযোধ্যায়
অযোধ্যার রাম মন্দিরে প্রতিদিন উপচে পড়ছে ভক্তদের ঢেউ। দেশের বিভিন্ন কোণ থেকে আসছেন ভক্তরা। ইচ্ছে একবার রামলাল্লাকে দর্শন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুক্রবার থেকে বদলে গেল রাম মন্দির খোলা থাকার সময়। মন্দিরের প্রধান পুরোহিত জানিয়েছেন, এখন থেকে ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত দর্শন করা যাবে শিশুরামকে। পুণ্যার্থীদের ঢল দেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পিটিআই সূত্রে খবর, প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, শ্রী রাম লাল্লা তো ৫ বছরের শিশু। তিনি কী করে এতক্ষণ জেগে থাকেন? তাই শিশু দেবতাকে কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য, ট্রাস্ট সিদ্ধান্ত নিয়েছে যে মন্দিরের দরজা দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর দেড়টা অবধি বন্ধ থাকবে, যাতে দেবতা বিশ্রাম নিতে পারেন।
২৩শে জানুয়ারি থেকে, দেবতার সকালের আচার-অনুষ্ঠান শুরু হয় ভোর ৪ টায়। ভক্তদের 'দর্শন' শুরু আগে আগে প্রায় দুই ঘন্টা সময় লাগে লাল্লার পুজোর আচারে। তারপর ভক্তদের জন্য দ্বার খোলা থাকে রাত ১০ টা পর্যন্ত ।
অভিষেক অনুষ্ঠানের আগে,'দর্শনের' সময় ছিল সকাল ৭টা থেকে সন্ধে ৬ টা। এর মাঝে দুপুরে ২ ঘণ্টার বিরতি থাকত।
গত ১৯ জানুয়ারি ২১ বৈদিক বিধি মেনে উন্মোচিত হয় রামলালার মূর্তির মুখ। রামকে দাঁড়িয়ে থাকা ভঙ্গিতে পাঁচ বছরের শিশু হিসেবে চিত্রিত করা হয়েছে মূর্তিতে
কালো পাথরের তৈরি এই মূর্তিটি তৈরি করেছেন মাইসোরের শিল্পী অরুণ যোগীরাজ। ওজন প্রায় ২০০ কেজি।
মূর্তির মুখে মিষ্টি হাসি। কপালে তিলক এবং হাতে তির-ধনুক। মূর্তির চালচিত্রে রয়েছে বিষ্ণুর দশাবতার- মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ ও কল্কি।
মূর্তির একদিকে হনুমান ও অপর দিকে গরুড়। শুধু তাই নয়, মূর্তির যে মুকুট রয়েছে তাতে সূর্য, শঙ্খ, স্বস্তিক, চক্র ও গদা রাখা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -