Budh Bakri 2024: কর্মজীবনে অশেষ দুর্গতি, পারিবারিক সমস্যায় ঘেরা থাকবেন; বুধের বক্রি অবস্থানে কপাল পুড়বে ৪ রাশির !

আগামী ২৬ নভেম্বর বুধ মঙ্গলের রাশি বৃশ্চিকে সকাল ৭টা ৩৯ মিনিটে বক্রি হবে

Continues below advertisement
আগামী ২৬ নভেম্বর বুধ মঙ্গলের রাশি বৃশ্চিকে সকাল ৭টা ৩৯ মিনিটে বক্রি হবে

প্রতীকী ছবি

Continues below advertisement
1/10
জ্যোতিষশাস্ত্রে বুধকে যোগাযোগ, বক্তৃতা, দক্ষতা, ব্যবসা ও বুদ্ধিমত্তার কারক বলা হয়।
জ্যোতিষশাস্ত্রে বুধকে যোগাযোগ, বক্তৃতা, দক্ষতা, ব্যবসা ও বুদ্ধিমত্তার কারক বলা হয়।
2/10
বুধ যখন বক্রি অবস্থায় আসে, তখন একাধিক রাশির জীবন, দেশ-দুনিয়া ও ব্যবসায় বিশাল প্রভাব পড়ে।
3/10
আগামী ২৬ নভেম্বর বুধ মঙ্গলের রাশি বৃশ্চিকে সকাল ৭টা ৩৯ মিনিটে বক্রি হবে।
4/10
সেখানে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বক্রি অবস্থাতেই থাকবে। তবে, ১৬ ডিসেম্বর মার্গি হয়ে যাবে।
5/10
বুধ বক্রি হওয়ার সঙ্গে সঙ্গে একাধিক রাশিকে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিশেষ করে চাকরিজীবীদের জন্য সময়টা উত্থান-পতনে ভরপুর হবে। চলুন সেই রাশিগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Continues below advertisement
6/10
বুধ মেষ রাশির জাতকদের তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি এবং আপনার রাশিচক্র থেকে অষ্টম ঘরে বক্রি হবে। যা আপনার কাজে প্রভাব ফেলবে। এই সময়ে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে। ব্যবসার ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দেবে।
7/10
মিথুন রাশির জন্য, বুধ গ্রহ, আরোহী (প্রথম) এবং চতুর্থ ঘরের অধিপতি হওয়ায়, ষষ্ঠ ঘরে বিপরীতমুখী হতে চলেছে। এই পরিস্থিতিতে, আপনি এই সময়ে পারিবারিক সমস্যায় ঘেরা থাকবেন। এছাড়া কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বিবাদের পরিস্থিতিও হতে পারে।
8/10
বৃশ্চিক- এই সময়ে করা কাজে কোনও সাফল্য আসবে না এবং আপনাকে আরও কঠোর পরিশ্রম করতে হবে। প্রত্যাশিত সুফল না পাওয়ার কারণে আপনার মন খারাপ থাকবে। যদিও শেষ পর্যন্ত সাফল্য আসবেই।
9/10
বৃষ রাশির দ্বিতীয় ও পঞ্চম ঘরের অধিপতি বুধ সপ্তম ঘরে অবস্থান করবে। বুধের বক্রি অবস্থা আপনার সম্পর্কের উপর বিরুপ প্রভাব ফেলবে। এই সময়ে পারিবারিক সম্পর্কের দিকে বিশেষ নজর দিন।
10/10
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Sponsored Links by Taboola