Budh Gochar 2024: টাকার বর্ষণ, প্রেমে জোয়ার, কর্মজীবনেও উন্নতি; বুধের রাশি পরিবর্তনে বিশাল লাভ কাদের ?
বৈদিক জ্যোতিষশাস্ত্রে বুধকে গ্রহদের রাজকুমার বলা হয়। এর পাশাপাশি বুধকে বুদ্ধি, জ্ঞান, বিবেক, সুখ, সমৃদ্ধি ও স্বাস্থ্যের গ্রহ বলে মনে করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই বলা হয়, যাঁর জন্মকুণ্ডলীতে বুধ গ্রহ মজবুত তাঁর জীবনে ধন সম্পত্তির অভাব হয় না।
সময়ে সময়ে সব গ্রহই রাশি পরিবর্তন করে। আগামী ১৯ জুলাই বুধ গ্রহ সূর্যের নিজস্ব রাশি সিংহতে প্রবেশ করবে।
১৯ জুলাই রাত ৮টা ৩১ মিনিটে কর্কট রাশিতে যাত্রা শেষ করে সিংহ রাশিতে প্রবেশ করবে বুধ। এর জেরে একাধিক রাশি আশীর্বাদ লাভ করবে।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বুধ গ্রহের এই গোচরে লাভবান হবেন একাধিক রাশির জাতকরা। এই সময়ে তাঁদের ধনলাভ হবে। কেরিয়ার ও ব্যবসাতেও মিলবে সাফল্য। চলুন জেনে নেওয়া যাক বুধের গোচরে কোন কোন রাশির লাভ হতে চলেছে।
মেষ রাশি (Mesh Rashi)- বুধের গোচর মেষ রাশির জাতকদের ভাল ফল দেবে। কারণ, বুধ সিংহ রাশিতে প্রবেশ করলে আপনার অনেক উন্নতি হবে। আপনি কর্মজীবন এবং ব্যবসায় ভাল লাভ পাবেন। আর্থিক উন্নতি করবেন। দাম্পত্য জীবনও ভাল যাবে এবং প্রেমিকার সঙ্গে সমন্বয় বজায় থাকবে।
মিথুন রাশি (Mithun Rashi)- মিথুন রাশির অধিপতি বুধ। সিংহ রাশিতে বুধ প্রবেশ করলে আপনার কর্মজীবনে উন্নতি হবে। এই সময়ে, আপনি অনেক শুভ সুযোগ পাবেন, যা আপনি কাজে লাগাতে পারেন। ভ্রমণের সুযোগও থাকবে। গুরুত্বপূর্ণ কাজের জন্য সময়টি অনুকূল থাকবে।
সিংহ রাশি (Singha Rashi) - গ্রহদের রাজকুমার বুধের গোচর এই রাশিতেই হচ্ছে। এই পরিস্থিতিতে সিংহ রাশির ওপর কৃপা থাকবে বুধের। আপনি আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। উদ্যমী বোধ করবেন। ব্যবসায়ীদের আয় বাড়বে। কারণ সিংহ রাশির ব্যবসায়ীরা বুধের এই গমনে প্রচুর লাভবান হবেন।
ধনু রাশি (Dhanu Rashi) - বুধের গোচরে ধনু রাশির জীবনে উল্লেখযোগ্য বদল আসবে। এই সময়ে আপনার কেরিয়ার গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে। খুব উন্নতি হবে। পরিকল্পনামতো কাজ হবে। পরিবারের সাথ মিলবে। আর্থিক দিক থেকে এই সময়টা আপনার জন্য ভাল।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -