Budh Gochar December 2023: পরশুই বুধের বড় পরিবর্তন, সাফল্যের সিঁড়ি সামনেই, অর্থ-যশ-খ্যাতি ৩ রাশির দোরে

Budh Gochar On 28 December : বছর শেষে বুধের এই গোচরে চাকরি-ব্যবসা সবেতেই উন্নতির যোগ রয়েছে। তাতে কপাল খুলে যাবে এই কয়েকটি রাশির ।

পরশুই বুধের বড় পরিবর্তন

1/9
জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বলা হয় বুধকে। বুধ গ্রহকে বুদ্ধিমত্তা এবং বাগ্মীতার গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। এই গ্রহ অনুকূল অবস্থানে থাকলে মানুষের বোধ - বুদ্ধি - বিবেচনা বৃদ্ধি পায়।
2/9
জ্যোতিষশাস্ত্র অনুসারে, ২৮ ডিসেম্বর বুধ নিজের গতিপথ বদল করতে চলেছেন। এইদিন বুধগ্রহ বৃশ্চিক রাশিতে গোচর করবে।
3/9
বছর শেষে বুধের এই গোচরে চাকরি-ব্যবসা সবেতেই উন্নতির যোগ রয়েছে। তাতে কপাল খুলে যাবে এই কয়েকটি রাশির ।
4/9
ডিসেম্বর মাসে, বুধ গ্রহ অবস্থান পরিবর্তন করেছে বেশ অনেকবার। ২৭ নভেম্বর প্রথমে বুধ ধনু রাশিতে প্রবেশ করেছিল। এর পর বুধ ১৩ ডিসেম্বর বক্রী হয়েছিল, তারপর ১৭ ডিসেম্বর অস্ত যায়।
5/9
২৮ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে গমন করবে। এটি ২ জানুয়ারি ২০২৪ এ মার্গী হয়ে ৭ জানুয়ারি ২০২৪ এ ধনু রাশিতে চলে যাবে।
6/9
বুধের অবস্থান খারাপ হলে মারামারি, ঝগড়া, বিবাদ ও কথা কাটাকাটি হয়। অনেক সময় সিদ্ধান্ত নিতে অসুবিধার সম্মুখীন হতে হয়।
7/9
বুধের গোচরের ফলে মেষ রাশির জাতক জাতিকারা লাভবান হতে চলেছেন। এর ফলে চাকরিতে পদোন্নতি এবং ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনার কাজ সফল হবে এবং আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন।
8/9
মিথুন রাশির জাতকদের জন্য বুধের গোচর শুভ ফল বয়ে আনবে। আপনার ভাগ্য ২০২৩ এর শেষ এবং ২০২৪ এর শুরুতে উজ্জ্বল হতে চলেছে। আপনার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি যদি কোথাও টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে ভালো রিটার্ন পাবেন।
9/9
বুধের গমন মকর রাশির জাতকদের জন্য অনেক শুভ যোগ বয়ে আনবে। আপনার জীবনে সুখ থাকবে। আপনার সমস্ত আটকে থাকা কাজ সম্পন্ন হবে এবং আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন।
Sponsored Links by Taboola