Curd Astro Tips: শুভ কাজ করার আগে দই খেয়ে থাকি, এই নিয়ম কি আদৌ ভাগ্য বদলায়?
আমরা যখন বিশেষ কোনো কাজে বাড়ি থেকে বের হই। সেটা ঘুরতে কিংবা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে, তখন আমাদের পরিবারের সদস্যরা দই-চিনি খাওয়ার পরামর্শ দেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনেক সময় বলা হয়ে থাকে দই এবং চিনি খেয়ে ঘর থেকে বের হওয়া শুভ। কিন্তু দই ও চিনি খাওয়া কি সত্যিই শুভ? জেনে নেওয়া যাক দই ও চিনি খাওয়ার পেছনে যুক্তি কী!
দইকে হিন্দু ধর্মের পাঁচটি অমৃত উপাদানের একটি হিসেবে বিবেচনা করা হয়। তাই দইকে গুরুত্ব দিয়ে দেখা হয়। অনেক ধর্মীয় আচার-অনুষ্ঠানেও দই ব্যবহার করা হয়। ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করা হয়। পঞ্চামৃত করতেও দই প্রয়োজন।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দই এবং চিনি উভয়ের রংই সাদা। সাদা রঙ চাঁদের সঙ্গে সম্পর্কিত। এমন অবস্থায় দই ও চিনি একসঙ্গে খেলে চন্দ্র গ্রহ থেকে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
চন্দ্রের শক্তিশালী অবস্থানের কারণে রাশিফলের দিকও শক্তিশালী হয় এবং মন শান্ত থাকে। মনে করা হয়, এই কারণে একজন ব্যক্তি প্রতিটি কাজে সফলতা পান।
এছাড়া দই ও চিনি খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ দইয়ে অনেক ভিটামিন ও মিনারেলও পাওয়া যায়।
পুষ্টিবিদরা বলে থাকেন, দই পেট ঠান্ডা রাখে। চিনিতে থাকে গ্লুকোজ, যা শরীরে শক্তি জোগায়। ফলে এই দুইয়ের যুগলবন্দিতে শরীর ঠিক থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -