Curd Astro Tips: শুভ কাজ করার আগে দই খেয়ে থাকি, এই নিয়ম কি আদৌ ভাগ্য বদলায়?
Dahi Shakkar Tradition: দইকে হিন্দু ধর্মের পাঁচটি অমৃত উপাদানের একটি হিসেবে বিবেচনা করা হয়
দই ও চিনি খাওয়া কি সত্যিই শুভ?
1/7
আমরা যখন বিশেষ কোনো কাজে বাড়ি থেকে বের হই। সেটা ঘুরতে কিংবা পরীক্ষা বা ইন্টারভিউ দিতে, তখন আমাদের পরিবারের সদস্যরা দই-চিনি খাওয়ার পরামর্শ দেন।
2/7
অনেক সময় বলা হয়ে থাকে দই এবং চিনি খেয়ে ঘর থেকে বের হওয়া শুভ। কিন্তু দই ও চিনি খাওয়া কি সত্যিই শুভ? জেনে নেওয়া যাক দই ও চিনি খাওয়ার পেছনে যুক্তি কী!
3/7
দইকে হিন্দু ধর্মের পাঁচটি অমৃত উপাদানের একটি হিসেবে বিবেচনা করা হয়। তাই দইকে গুরুত্ব দিয়ে দেখা হয়। অনেক ধর্মীয় আচার-অনুষ্ঠানেও দই ব্যবহার করা হয়। ভগবান শিবকে দই দিয়ে অভিষেক করা হয়। পঞ্চামৃত করতেও দই প্রয়োজন।
4/7
জ্যোতিষ শাস্ত্র অনুসারে দই এবং চিনি উভয়ের রংই সাদা। সাদা রঙ চাঁদের সঙ্গে সম্পর্কিত। এমন অবস্থায় দই ও চিনি একসঙ্গে খেলে চন্দ্র গ্রহ থেকে শুভ ফল পাওয়া যায় বলে বিশ্বাস।
5/7
চন্দ্রের শক্তিশালী অবস্থানের কারণে রাশিফলের দিকও শক্তিশালী হয় এবং মন শান্ত থাকে। মনে করা হয়, এই কারণে একজন ব্যক্তি প্রতিটি কাজে সফলতা পান।
6/7
এছাড়া দই ও চিনি খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী। কারণ দইয়ে অনেক ভিটামিন ও মিনারেলও পাওয়া যায়।
7/7
পুষ্টিবিদরা বলে থাকেন, দই পেট ঠান্ডা রাখে। চিনিতে থাকে গ্লুকোজ, যা শরীরে শক্তি জোগায়। ফলে এই দুইয়ের যুগলবন্দিতে শরীর ঠিক থাকবে।
Published at : 08 Jul 2024 04:01 PM (IST)