Daily Astrology: নতুন পরিকল্পনায় সাফল্য মিলবে কাদের ? কেমন যাবে আজকের দিন ?
Daily Astrology Updates: আজ সরস্বতী পুজোর দিনে ভাল কিছু হওয়ার অপেক্ষায় সবাই। কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।
নতুন পরিকল্পনায় সাফল্য মিলবে কাদের ? কেমন যাবে আজকের দিন ?
1/12
সুসম্পর্ক নষ্ট হতে পারে। একাধিক পথে আয় করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন। বুদ্ধির জোরে শত্রুদের থেকে মুক্তি পাবেন।
2/12
কাছাকাছি ভ্রমণের সুযোগ মিলবে। লটারি থেকে আয় হতে পারে। ঠান্ডা লাগা থেকে সাবধান থাকুন। রক্তচাপ বাড়তে পারে।
3/12
ইচ্ছাপূরণ হবে আজ। প্রতিবেশিদের সঙ্গে কোনও কারণে ভুল বোঝাবুঝি হতে পারে। শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ আসতে চলেছে।
4/12
আগুন থেকে সাবধান থাকুন। চাকরি স্থানে বাড়তি আয় হতে পারে। অকারণে তর্কে জড়াতে পারেন। কর্মস্থানে বাড়তি আয় হতে পারে।
5/12
সঙ্গীত শিল্পীদের উন্নতি হওয়ার সম্ভাবনা। পায়ের নীচে আঘাত লাগার সম্ভাবনা। আপনি আপনার ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন। টাকা পয়সা বুঝে খরচ করুন।
6/12
প্রেমে জটিলতা বৃদ্ধি পারে। বেশি কথা বলার জন্য ক্ষতি হতে পারে। বাড়তি উর্পাজন হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় লাভ পাবেন।
7/12
প্রেমে ঘৃণা আসতে পারে। বিবাদে জড়াতে পারেন। পড়াশোনায় বড় পরিবর্তন। শরীরের কোনও ক্ষত থেকে বড় রোগ হতে পারে।
8/12
লিভারে সমস্যায় ভুগবেন। জলপথে ভ্রমণের সুযোগ মিলতে পারে। পুরনো শত্রু আপনার নতুন করে ক্ষতি পারে। প্রেমে ভাল দিন আজ।
9/12
নতুন পরিকল্পনায় সাফল্য মিলবে। কারও থেকে ঋণ পেতে পাবেন। হতাশ হওয়ার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। পথে বাধা পেতে পারেন।
10/12
শত্রুদের সঙ্গে সাবধান। ব্যবসায় খরচের জন্য চাপ বাড়তে পারে। ঋণমুক্তি হতে পারে, নিজেকে হালকা মনে হবে। প্রতিবেশীদের সঙ্গে বচসায় জড়াতে পারেন।
11/12
বুদ্ধিতে বিপদ থেকে মুক্তি মিলবে। সংসারিক শান্তি বজায় থাকবে। শত্রুর থেকে বন্ধুর মতো ব্যবহার পেতে পারেন। প্রেমে আনন্দ পাবেন।
12/12
অতিরিক্ত রাগে ক্ষতি বয়ে আনবে। দাম্পত্যে সুখ মিলবে। শত্রুদের সঙ্গে আপস করে নিজের কাজে উদ্ধার পাবেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক।
Published at : 26 Jan 2023 09:50 AM (IST)