Daily Astrology: নতুন বাড়ি-গাড়ির স্বপ্নপূরণ হবে এই রাশির জাতকদের, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, কেমন যাবে আজকের দিন ?
Sunday Astrological Prediction: কেমন যাবে আজকের দিন ? কী বলছে আপনার রাশি ?
নতুন বাড়ি-গাড়ির স্বপ্নপূরণ হবে এই রাশির জাতকদের, কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা, কেমন যাবে আজকের দিন ?
1/12
রবিবার কর্মক্ষেত্রে দিন ভাল যাবে। প্রেমের সম্পর্কে চিন্তা দেখা দিতে পারে। কোনও বিষয়ে মায়ের সঙ্গে তর্ক বাধার আশঙ্কা। বুঝে পদক্ষেপ নিন। কাল সিদ্ধান্ত নিতে জটিলতা আসতে পারে। কোনটি করবেন পরিবারের থেকে পরামর্শ নিতে পারেন।
2/12
চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে।কাজের সূত্রে ভ্রমণের সুযোগ আসতে পারে। এই রাশির জাতকদের আজ আনন্দে কাটবে দিন। দীর্ঘদিনের কোনও জটিলতা আজ মিটতে চলেছে। পরিবারে শান্তি বজায় থাকবে।
3/12
মিথুন রাশির জাতকরা রবিবার ব্যবসা ক্ষেত্রে সতর্কভাবে পা ফেলবেন। রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা কাজে সফল হবেন। যারা বিদেশে রয়েছেন, পরিবারের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। রবিবার বহুদিন পর কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
4/12
আজ ভাল যাবে দিন। দীর্ঘ দিনের চলে আসা সমস্যা থেকে আজ মুক্তি পাবেন। আজ আপনার সঙ্গী নতুন চাকরি পেতে পারেন। স্বাস্থ্যের প্রতি যত্ন তিনি। দূর্ঘটনার সম্ভাবনা রয়েছে, বাইরে বের হলে সাবধানে চলা ফেরা করুন।ভ্রমণের যাওয়ার সুযোগ আসছে।
5/12
কর্মক্ষেত্রে নিজের বুদ্ধিতেই এগোনো ভাল হবে। নতুন পরিকল্পনাও নিজের বুদ্ধিতেই নিন। নির্ভরতা ছেড়ে বেড়িয়ে আসুন। রবিবার ব্যবসায় একটু চড়াই উতরাই যেতে পারে। তবে সন্তানের দিক থেকে চাকরি পাওয়ার সুখবর আসতে পারে।
6/12
রবিবার কর্মক্ষেত্রে দিন ভাল যাবে। ব্যবসা প্রসারিত করতে পারেন। সময় ভাল যাবে আজ। তবে আবেগপ্লুত হয়ে কাউকে কথা দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। ঠান্ডা মাথায় কথা বলুন। বাড়িতে অতিথি আসতে পারে। পরিবারে ভাল সময় কাটবে।
7/12
আজ আনন্দে কাটবে দিন। পরিবারে কোনও শুভ ঘটনা ঘটতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারে। অপরিচিত কারও সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না। কর্মক্ষেত্রে কোনও সহকর্মী আজ আপনার কাছে সাহায্য চাইতে পারেন। কথা দিয়ে ফেরাবেন না।
8/12
কর্মক্ষেত্রে সহকর্মীর কারণে আজ আপনার কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে। আজ শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক সুবিধা পেতে পারেন। কাজের ক্ষেত্রে অন্য কারোর পরামর্শ নিলে ক্ষতির আশঙ্কা। বাইরে বের হলে, সাবধানে চলাফেরা করুন।
9/12
রবিবার এই রাশির জাতকরা যে কোনও কাজে অংশ নিতে পারেন। কর্মক্ষেত্র ঠিক যাবে। তবে বুঝে এগোনো ভাল হবে। রাস্তায় বের হলে সতর্ক থাকুন। মায়েরা ইচ্ছেপূরণ হতে পারে। পুরনো রোগ ফের কষ্ট দিতে পারে।
10/12
আজ নতুন বাড়ি, দোকান কেনার সুযোগ আসতে পারে। টাকা বিনিয়োগ করার আগে ভাবুন ভাল করে, নইলে ক্ষতির আশঙ্কা। কাজের বাধা আসতে পারে, চিন্তায় পড়তে পারেন। মা-বাবার সেবার জন্য সময় বের করে নিন।স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। পারিবারিক বিবাদ থেকে দূরে থাকলেই আপনার জন্য ভাল হবে ।
11/12
সমস্যায় পড়লে বাবার কাছে বলতে পারেন। তিনি আপনাকে সাহায্য করবেন। চাইলে, ভাই ও বোনদের কাছ থেকেও সাহায্য পাবেন। আজ আপনার নতুন গাড়ির স্বপ্ন পূরণ হতে পারে। কথা বলার সময় বুঝে বলুন। নাহলে অন্যরা ভুল বুঝবে।
12/12
রবিবার বিবাদে জড়াতে পারেন। পারিবারিক বিভেদ থেকে কষ্ট পেতে পারেন। ব্যবসায় চিন্তা থাকবে। তবে পরিবারে ভাল সময় কাটবে। মানসিক শান্তি বজায় থাকবে। তবে রবিবার কারও সঙ্গে টাকা লেনদেন না করাই ভাল হবে।
Published at : 30 Jun 2024 08:59 AM (IST)