শরীর ভাল থাকবে ? মন ? আসবে সুখবর ? কী বলছে মঙ্গলবারের রাশিফল
মেষ রাশি - মোটের উপর ভাল কাটবে কালকের দিন। মিশ্র ফল। পরিবারে কারো বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে পারেন। অহেতুক বেশি কথা না বলাই ভাল কাল। ব্যবসায়ীরা, ব্যবসায় বেশি করে মনোনিবেশ করুন। ফোটো সৌজন্য - Pixabay
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি - কাল লাভ হতে পারে। কর্মক্ষেত্রে প্রসন্নতা বজায় থাকবে। পরিবারে নতুন অতিথি আসতে পারে। সামাজিক কাজ যদি আপনি করেন, এলাকায় আপনার কাজের জেরে মান-সম্মান বাড়বে। অপরিচিত লোকেদের থেকে দূরত্ব বজায় রাখুন।
মিথুন রাশি - নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি ভাল। নতুন কাজে লাভ আসতে পারে। নতুন কিছু শুরুর আগে বাবা-মায়ের পরামর্শ অবশ্য নিন। নিজের বাকচাতুর্যে মানুষের মন জয় করতে পারবেন। জমিজায়গা কেনার জন্য কালকের দিন শুভ হতে পারে।
কর্কট রাশি - কালকের দিন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। কারো সঙ্গে বিবাদ হতে পারে কাল। বাকসংযম রাখা জরুরি। ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভাল। দুর্ঘটনা ঘটতে পারে, তাই সাবধানে চলাফেরা করুন। কর্মক্ষেত্রে শুধুমাত্র নিজের কাজে মন দিন।
সিংহ রাশি - কালকের দিন কষ্টদায়ক হতে পারে। ভোগাতে পারে আপনার স্বাস্থ্য। ব্যবসায় সতর্ক থাকুন। টাকাপয়সা লেনদেন ও অধিক ব্যয় সম্পর্কে সতর্ক থাকা ভাল। সন্তানের বিষয়ে সন্তুষ্টি থাকবে।
কন্যা রাশি - কালকের দিন গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা। ইতিবাচক মনোভাব বজায় রাখুন। কোনও বিষয় নিয়ে চিন্তান্বিত থাকতে পারেন কাল। কোনও বন্ধুর সহযোগিতায় সমস্যার সুরাহা হতে পারে। কথায় মিষ্টত্ব মান-সম্মান বাড়াতে পারে।
তুলা রাশি - কাল সাফল্য আসতে পারে। বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই তৈরি থাকুন। বহুদিন থেকে আটকে আছে এমন টাকাপয়সার প্রাপ্তি সম্ভাবনা কাল। কর্মক্ষেত্রে সফল হতে পারেন। কাউকে বেশি করে মনে পড়বে কাল।
বৃশ্চিক রাশি - চাকরিক্ষেত্রে লোকসান হতে পারে। মন উদাস থাকবে কাল। পুরনো কোনও আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্য ভোগাতে পারে। নিয়মিত ব্যায়াম করলে ভাল। সন্তানের কথা বোঝার চেষ্টা করুন।
ধনু রাশি - ভাল কাটতে পারে কালকের দিন। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন কাল। পড়ুয়াদের জন্যও ভাল কাটার সম্ভাবনা কালকের দিন। জীবনসঙ্গীর কথা বোঝার চেষ্টা করুন। গাড়ি চালানের সময় অধিক সাবধানতা অবলম্বন করুন। আর্থিক অবস্থা ভাল থাকার সম্ভাবনা।
মকর রাশি - মকর রাশির দিন ঝঞ্ঝাটপূর্ণ হতে পারে। নতুন কোনও সমস্যার মুখোমুখি হওয়ার সম্ভাবনা। নতুন দায়িত্ব থেকে নিষ্কৃতি ভবিষ্যতে প্রভাব ফেলবে। স্বাস্থ্য ভাল রাখতে বিশ্রাম প্রয়োজন। কর্মস্থলে বসের নজরে পড়তে পারেন। ব্যবসায় লাভ হতে পারে।
কুম্ভ রাশি - দিনটি ভাল নাও যেতে পারে কাল। প্রেমজীবনেও বিঘ্ন ঘটতে পারে। শ্বশুরবাড়ির তরফ থেকে ভাল খবর আসতে পারে কাল। প্রতিযোগিতামূলক পরীক্ষা যাঁরা দিচ্ছেন, তাঁদের জন্য ভাল দিন কাল। বাকসংযম রাখা ভাল।
মীন রাশি - মীন রাশির জন্য কালকের দিন কষ্টদায়ক হতে পারে। পড়ুয়ারা অসৎ সঙ্গ থেকে দূরে থাকুন। ব্যবসায় বদল আনার জন্য ভাল সময় কাল। কথায় সংযম থাকুক, সাফল্যের রাস্তায় উপকার হবে। চাকরিক্ষেত্রে কর্মস্থলে সাফল্য আসার সম্ভাবনা।(ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।) তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -