Daily Astrology: অর্থভাগ্য শুভ কন্যার, শারীরিক কষ্ট বৃদ্ধি মকরের; দেখুন আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি ?
1/12
শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীর অসুস্থ হতে পারে। বাড়তি কোনও কাজের জন্য সময় নষ্ট।
2/12
বন্ধুর ব্যবহারে মনঃকষ্ট বাড়তে পারে। সামাজিক কাজে সুনাম লাভ। প্রেমের জন্য প্রচণ্ড মানসিক চাপ।
3/12
সুনাম অর্জন করতে পারেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের জন্য ভাল সময়। সম্পত্তি নিয়ে অশান্তি। বুদ্ধির ভুলে কোনও কাজ হাতছাড়া হতে পারে।
4/12
অংশীদারী ব্যবসায় ভাল লাভের আশা। প্রেমে প্রতারিত হতে পারেন। ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত। আইনজীবীদের জন্য ভাল সময়।
5/12
বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে। অতিরিক্ত আবেগের কারণে বাড়িতে কোনও বিপদে পড়তে পারেন।বাড়িতে অশান্তি। স্ত্রীর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার।
6/12
প্রিয়জনের রোগের জন্য মনঃকষ্ট ও অর্থব্যয় হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করুন। একাধিক পথে উপার্জন বাড়তে পারে। অর্থভাগ্য ভাল থাকবে।
7/12
বাড়তি কিছু খরচ হতে পারে। বন্ধুর জন্য বিপদে পড়তে পারেন। ব্যবসায় বাড়তি বিনিয়োগ করতে পারেন। অভিনয় জগতে সুনাম বৃদ্ধি হতে পারে।
8/12
সামাজিক কাজের জন্য সুনাম বাড়তে পারে। বন্ধুর সঙ্গে কোনও বিবাদের জন্য মানসিক চাপ। বাড়ির লোকের সঙ্গে বনিবনা নাও হতে পারে।
9/12
কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি। পুলিশি ঝামেলায় জড়াতে পারেন। সংসারের খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে বিবাদ। কোনও খল ব্যক্তির জন্য ক্ষতি। ব্যবসায় সময় মধ্যম।
10/12
মানসিক স্থিতি ভাল থাকবে না। বিভিন্ন শারীরিক সমস্যায় কাজের ব্যাঘাত। ব্যবসায় একটু চিন্তা বাড়তে পারে।
11/12
শরীরের আলস্য কাজের ক্ষতি করতে পারে। শত্রুর জন্য কোনও কিছু নষ্ট হওয়ার সম্ভবনা। অকারণে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
12/12
শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন। প্রেমের বাধা মনঃকষ্ট বাড়াতে পারে। বন্ধুর সঙ্গে তর্ক।
Published at : 22 Dec 2021 06:24 AM (IST)