Daily Astrology: ব্যবসা যোগ শুভ কর্কটের, মিথুনের জীবনে চিন্তা বৃদ্ধি; পড়ুন রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি ?
1/12
লটারি বা ফাটকা প্রাপ্তি যোগ। প্রিয়জনের শরীর খারাপ থাকার জন্য মনঃকষ্ট। অর্থনৈতিক দিক ভাল-মন্দ মিশিয়ে কাটবে। কাজের জন্য বাইরে যাওয়ার সুযোগ আসবে।
2/12
শরীরের কোথাও আঘাত লাগার সম্ভাবনা। বাড়তি কোনও কথা বাড়িতে বিবাদ ডেকে আনতে পারে। ব্যবসায় ভাল কাজের সুযোগ আসতে পারে। আর্থিক ব্যাপারে বাড়িতে কোনও চিন্তা বাড়তে পারে। দাঁতের সমস্যা বৃদ্ধি।
3/12
পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে। অর্থ আদান-প্রদান নিয়ে বন্ধুর সঙ্গে বিবাদ। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। চোখ বা পায়ের সমস্যায় ভোগান্তি।
4/12
বিপদ থেকে উদ্ধার। রক্তচাপ বাড়তে পারে। রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, খুব সাবধান। ব্যবসায়ীদের জন্য শুভ সময়। ব্যবসায় কোনও নতুন কিছু হতে চলেছে।
5/12
চিকিৎসার খরচ বাড়তে চলছে। পুলিশের কাজে উন্নতি। চাকরির জন্য কোনও নতুন সুযোগ আসতে পারে। খরচ বৃদ্ধি পেতে পারে। নানা দিক থেকে যোগাযোগ আসতে পারে।
6/12
বাড়তি কোনও খরচের ব্যাপারে চিন্তা। শরীরের কোনও ক্ষতের ব্যাপারে চিকিৎসার খরচ বৃদ্ধি। নিজের বাকপটুতায় প্রভুত্ব বিস্তার হতে পারে। হঠাৎ করে কোনও আয় অবাক করতে পারে। শৌখিনতার জন্য অর্থ খরচ।
7/12
সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ। বাড়তি টাকা আয় করতে গিয়ে সমস্যায়। পেটের কষ্ট বৃদ্ধি। পু্রনো রোগ থেকে মুক্তি পেতে পারেন।
8/12
বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ বাড়তে পারে। প্রতিবেশীকে মানিয়ে নিয়ে না চললে বিপদ। কাজের জন্য অর্থ ব্যয় হতে পারে। বাড়িতে অতিথির ব্যাপারে খরচ বৃদ্ধি।
9/12
প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে। নতুন কোনও কাজের যোগাযোগ হওয়ায় আনন্দ। স্ত্রীর সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ। মানসিক অশান্তি। আইন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি।
10/12
কোনও ছোট কারণে অশান্তির জন্য মনঃকষ্ট। আর্থিক চাপ বাড়তে পারে। বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। লেখাপড়ায় অমনোযোগ দেখা যাবে, কিন্তু হাল ছাড়লে বিপদ।
11/12
গবেষণায় উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসা টালমাটাল হওয়ায় বুদ্ধিনাশের সম্ভাবনা। পৈতৃক সম্পত্তি নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুর প্রতারণায় সংসারে অশান্তি।
12/12
ব্যবসায় গুরুজনদের পরামর্শে অগ্রগতির আশা রাখতে পারেন। নিজের কৌশল প্রয়োগ করে কর্মস্থানে উন্নতি। অল্পবিস্তর ভোগান্তি থাকতে পারে।পেটের কষ্ট বাড়তে পারে। কাজের জন্য খুব ভাল সময়।
Published at : 26 Jan 2022 06:21 AM (IST)