Daily Astrology: মঙ্গলবার ভাগ্য কতটা মঙ্গলময় আপনার? পড়ুন রাশিফল
আজকের দিন কেমন কাটবে আপনার?
1/12
বিবাহ জীবনে সুখের অভাব ঘটবে। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য মিলবে। ব্যবসায় চাপ থেকে মুক্তি পেতে পারেন।
2/12
অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কম হবে। তৃতীয় ব্যক্তির জন্য স্বামী-স্ত্রী বিবাদের আশঙ্কা। সপ্তাহের শেষের দিকে দুর্ঘটনা থেকে সাবধান থাকুন।
3/12
বাইরের কোনও অশান্তি বাড়িতে আসতে পারে। শত্রুর থেকে মুক্তি পেতে আইনি আলোচনা। প্রিয় জনের কাছ থেকে আঘাত আসতে পারে।
4/12
কোনও কারণে সম্মান বৃদ্ধি পাবে। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব আসবে। বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবা জাতীয় কোনও কাজে শান্তি পাবেন।
5/12
নতুন কাজের যোগাযোগ হওয়ায় আনন্দ পাবেন। দীর্ঘ দিনের আশা পূর্ণ হতে পারে। ব্যবসায় চিন্তার কিছু ঘটতে পারে। বাড়িতে কোনও খরচ নিয়ে অশান্তি বাড়বে।
6/12
স্ত্রীর ভাল কাজের জন্য বাড়িতে আনন্দ। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলচনার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। একটু সাবধানে চলাফেরা করুন।
7/12
তৃতীয় ব্যক্তিকে নিয়ে বিবাদের আশঙ্কা। ব্যবসার খরচ এবং সাফল্য বাড়তে পারে। বাড়িতে গুরুত্বপূর্ণ কেউ আসতে পারেন। শরীর খারাপ হওয়ার জন্য খরচ হবে।
8/12
স্ত্রীর ব্যবহারে মায়ের সঙ্গে বিবাদের আশঙ্কা। বাবা-মায়ের জন্য ভাল ব্যবস্থা হবে। হারানো সম্পত্তি ফিরে পেতে পারেন। বাহন কেনা নিয়ে বাড়িতে আলোচনা।
9/12
মিথ্যা অপবাদ থেকে সাবধান। প্রেমে কষ্ট বৃদ্ধি পাবে। বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা। বন্ধু শোক আসতে পারে। ব্যবসা মোটামুটি যাবে। আর্থিক চাপ থাকবে।
10/12
কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়বে। বুদ্ধির জোরে বিপদ থেকে উদ্ধার পাবেন। সপ্তাহের মধ্য ভাগে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে।
11/12
অতিথির জন্য খরচ বাড়বে। অফিসে কোনও মহিলার সঙ্গে বিবাদের আশঙ্কা। বাড়িতে ভাইয়ের পড়াশোনা নিয়ে চিন্তা থাকবে। চিকিৎসার খরচ বাড়তে পারে।
12/12
গুরুজনের সঙ্গে বিবাদ ও মানসিক কষ্ট হবে। চিকিৎসার ব্যাপারে খরচ বাড়বে। সপ্তাহের মধ্য ভাগে ভাল কথাবার্তা বলায় বড় বিপদ থেকে উদ্ধার পাবেন। উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক বাধতে পারে।
Published at : 31 Aug 2021 06:32 AM (IST)