Daily Astrology: আজকের রাশিফল- ব্যয় বৃদ্ধির আশঙ্কা কোন রাশির, সুসময় আসছে কার
আজ সুস্থিরভাবে কাজ সম্পাদনে মনোনিবেশ করতে হবে। গ্রহের পরিস্থিতি আগামী দিনে ভালো সুযোগ নিয়ে আসতে চলেছে। অফিসের কাজকর্ম স্বাভাবিক। স্বাস্থ্যের ক্ষেত্রে একমাত্র জরুরি প্রয়োজন পড়লে তবেই বাড়ির বাইরে বেরোন। সন্তানের পড়াশোনায় নজর দিন। ব্যয় বৃদ্ধির আশঙ্কা। অকারণ, কেনাকাটা এড়িয়ে চলুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্রোধে সংযম বজায় রাখতে হবে। অফিসের কাজ অত্যন্ত ভেবেচিন্তে করতে হবে। কারণ, একাগ্রতায় কিছুটা খামতি দেখা যাচ্ছে। স্বাস্থ্যের ক্ষেত্রে হাঁফানির রোগীরা সতর্ক থাকুন। বাড়িতে একঘেঁয়ে লাগলে অনলাইন সিনেমা ও টেলিভিশন দেখুন। শিশুদের সঙ্গে ইনডোর গেমও খেলতে পারেন। এতে প্রসন্ন অনুভব করবেন।
আজ প্রতিদ্বন্দ্বিতার ভাবনা থাকবে, এ জন্য ইতিবাচক থাকতে হবে। অফিসের কাজে সমস্যা হলে শিখে নেওয়া প্রয়োজন এবং আগামীতে ত্রুতি কম করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে চক্ষু রোগের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে। চোখে জ্বালার মতো সমস্যা হতে পারে। বাড়িতে সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। এজন্য অনাবশ্যক বিবাদ এড়িয়ে চলতে হবে।
আজ রিলাক্স থাকতে হবে এবং পুরানো চাপ বা অফিসের কাজের ভার মনে স্থান না দেওয়াই দরকার। প্রসন্নতার সঙ্গে সময় কাটাতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে খাওয়া-দাওয়ায় গাফিলতি এড়িয়ে চলতে হবে। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।
আজ অনাবশ্যকভাবে অবসাদের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ, মনে নেতিবাচক গ্রহের প্রভাব বেশি দেখা যাচ্ছে। এজন্য খুবই শান্ত রেখে সব কিছু সামলাতে হবে। সেইসঙ্গে ভালো বই পড়লে নেতিবাচক মানসিকতা থেকে মুক্তি আসতে পারে। গৃহিনীদের কাজের চাপ বেশি থাকতে পারে। আগে থেকে অসুস্থ থাকলে নিয়মিত ওষুধ খেতে হবে। মায়ের প্রয়োজনের ব্যাপারে খেয়াল রাখুন।
আজ গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ করতে লড়াই করতে হবে। কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে, নাহলে সামাজিক মর্যাদার হানি হতে পারে। কান সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আজ তা বড়সড় আকার নেওয়ার আশঙ্কা রয়েছে। পরিবারের লোকজনের সঙ্গে কিছু টানাপোড়েন হতে পারে। এক্ষেত্রে বিবেচনার সঙ্গে সুস্থ আবহ ফের গড়ে তুলতে হবে।
আজ অফিসে বকেয়া কাজকর্ম সম্পূর্ণ করাকেই গুরুত্ব দিতে হবে। আলস্য দেখানো যাবে না। অন্যথা কাজের ভার বেড়ে যেতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বেশি করে ফল খেতে হবে। গ্রহের স্থিতিতে সংক্রমণের আশঙ্কা রয়েছে। ফলে বাইরে বেরোনো এড়িয়ে চলাই ভালো। পারিবারিক পরিস্থিতি খুবই ভালো থাকবে।
আজ নতুন কিছু শেখার ভালো দিন। অফিসে উচ্চ পদাধিকারীর নজর আপনার প্রতি থাকতে পারে। স্বাস্থ্যের ক্ষেত্রে নিজেকে শারীরিক দিক থেকে সক্রিয় রাখতে হবে, যা আগামী দিনগুলিতে আপনাকে সুরক্ষা দেবে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় ভাইরাস থেকে সতর্ক থাকতে হবে। সেজন্য সমস্ত নিয়ম পালন করতে হবে। ছোট ভাইয়ের পড়াশোনায় আপনার সহায়তা প্রয়োজন হতে পারে।
আজ প্রযুক্তি পূর্ণ ব্যবহার করতে হবে। বিদেশি কোম্পানিতে চাকরি খুঁজলে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। জমি সংক্রান্ত বিবাদ চললে সঠিক সময়ের জন্য় অপেক্ষা করতে হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে পেটে ব্যথা, দুর্বলতার মতো সমস্যার প্রতি গুরুত্ব দিতে হবে। প্রয়োজন হলে বন্ধুদের কাছ থেকে আর্থিক সাহায্য মিলতে পারে।
আজ নিজেকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। কাজ করার সময় আরও ভালো কীভাবে করা যায়, সে বিষয়ে নজর দিতে হবে। তা আগামী দিনে পেশাতে আপনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দাঁতের সমস্যা আগে থেকে থাকলে দন্ত চিকিৎসককে ফোন করে পরামর্শ নিতে পারেন। পড়শিদের সঙ্গে বিবাদের আশঙ্কা।
আজ সারা দিন মন প্রফুল্ল থাকতে পারে। অন্যদের ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক কথাবার্তায় দিন কাটবে। অফিসের কাজে বসের সহযোগিতা অনিবার্য হতে পারে। যাদের হার্ট সংক্রান্ত সমস্যা রয়েছে, তারা কোনও সমস্যা দেখা দিলে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে কোনও গাফিলতি করা যাবে না। পারিবারিক পরিস্থিতি মনে কিছুটা চাপ তৈরি করতে পারে। বিশেষ করে, পারিবারিক দায়িত্ব বাড়তে পারে।
আজ মনে নেতিবাচক চিন্তাভাবনা আসতে পারে। কিন্তু একটা বিষয়ে নজর দিতে হবে যে, অন্যদের খারাপ করা থেকে বিরত থাকতে হবে। কঠোর পরিশ্রম আগামী দিনে পদমর্যাদা ও মান-সম্মান বাড়াতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আগের সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। ভারী ওজন তুলবেন না। কোমরে সমস্যা হতে পারে। পারিবারিক বাতাবরণ ভালো থাকবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -