Daily Astrology : অপ্রত্যাশিতভাবে অর্থ আসতে পারে তুলার, দিনটি কেমন কাটবে আপনার ?
ফাইল ছবি
1/12
মেষ : সুস্বাস্থ্যের জন্য রুটিন মেনে চলুন। প্রিয়জনরা আপনাকে ঘিরে থাকবে। সম্পত্তি সংক্রান্ত কিছু করার পক্ষে দিনটি ভাল।
2/12
বৃষ : আধ্যাত্মিকতা ও ধ্যান কাজে লাগতে পারে। পেশাগতভাবে ভাল অবস্থায় থাকবেন। পারিবারিক জমায়েতের সম্ভাবনা। প্রচুর মজা হতে পারে।
3/12
মিথুন : লাইফস্টাইলে পরিবর্তন আসায় ফিটনেস বজায় রাখতে পারবেন। কাজের পরিবেশ হাল্কা রাখতে সক্ষম হবেন। ছোটদের নিয়ে ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
4/12
কর্কট : ফিট থাকার জন্য নতুন কিছু করতে পারেন। কারও কারও ক্ষেত্রে আর্থিকভাবে সময়টা ভাল। পারিবারিক গেট-টুগেদারের সম্ভাবনা।
5/12
সিংহ : কাজের জায়গায় চূড়ান্ত দক্ষতা দেখাতে পারবেন। বিবাহ-যোগ্যদের ক্ষেত্রে বিয়ের প্রস্তাব আসতে পারে। ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।
6/12
কন্যা : সুস্বাস্থ্য বজায় থাকবে। পেশাগত ক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে আসতে শুরু করবে। শৈশবের স্মৃতিবিজড়িত কোনও জায়গায় ভ্রমণের সম্ভাবনা।
7/12
তুলা : অপ্রত্যাশিতভাবে অর্থ আসতে পারে। কাজের জায়গায় ভাল কাজের জন্য বাহবা পাবেন। ভ্রমণের পরিকল্পনায় এবার সিলমোহর পড়তে পারে।
8/12
বৃশ্চিক : আর্থিকভাবে ভাল জায়গায় থাকবেন। কোনও সমস্যা ছাড়াই অবশিষ্ট কাজ শেষ করে ফেলবেন। শিক্ষাগত ক্ষেত্রে পরিস্থিতি অনুকূল।
9/12
ধনু : স্বাস্থ্যের দিকে সার্বিক উন্নতি। আগের বিনিয়োগ থেকে ভাল আয়ের সম্ভাবনা। পরিবারে খুশির সময়। দূর ভ্রমণের পক্ষে সময়টা ভাল।
10/12
মকর : স্বাস্থ্যের দিকে এখনই নজর দেওয়া প্রয়োজন। আর্থিকভাবে ভাল জায়গায় থাকবেন। পেশার জায়গায় সাফল্য আপনাকে সন্তুষ্টি দেবে।
11/12
কুম্ভ : স্বাস্থ্যের বিষয়ে সতর্ক হোন। পরিবারে উৎসবের আমেজ থাকবে। বন্ধুদের সঙ্গে ভ্রমণের যোগও রয়েছে।
12/12
মীন : ছোটখাট অসুস্থতার জন্য বাড়িতেই টোটকা চিকিৎসার ব্যবস্থা করুন। আপনাদের মধ্যে কেউ কেউ বড় কিছু কেনার জন্য টাকা সঞ্চয় করতে পারেন। পারিবারিক অনুষ্ঠান আপনাকে উৎসাহিত রাখবে।
Published at : 24 Mar 2022 07:15 AM (IST)