Daily Horoscope: অশান্তি বাড়বে মিথুনের, তুলার সুনাম বৃদ্ধি; পড়ুন আজকের রাশিফল

কেমন কাটবে আজকের দিনটি ?

1/12
ভাল কাজের সন্ধান পেতে পারেন। আবেগের বশে কোনও কাজ করলে বিপদ। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। বাড়তি খরচের জন্য মানসিক চাপ বাড়তে পারে।
2/12
মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে।
3/12
উপার্জন নিয়ে মনে ক্লেশ বা অশান্তি থাকবে। সংসারে সুখ ফিরবে। পরিশ্রম সত্ত্বেও সংসারে অভাব অনটন থাকবে। যানবাহন চলাচল খুব সাবধানে করতে হবে, বিপদের আশঙ্কা।
4/12
মাত্রাছাড়া রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। ঋণ ফেরত পাবেন, কিন্তু তার জন্য বেগ পেতে হবে। না ভেবে উপার্জনের রাস্তায় পা না দেওয়াই ভাল।
5/12
অশান্তির জন্য মানসিক চাপ বাড়তে পারে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ হতে পারে। মাথা ঠান্ডা রাখতে হবে। সংসারে অবহেলা বা অশান্তি।
6/12
অর্থভাগ্য ভাল হলেও পরিশ্রম থাকবে প্রচুর। প্রেমে যথেষ্ট সাফল্য থাকবে। রাগ বা জেদের কারণে রক্তচাপ বৃদ্ধি। মাথার যন্ত্রণা বাড়তে পারে।
7/12
ব্যবসায় ঋণ গ্রহণ করতে হতে পারে। সম্পত্তি কেনা-বেচার জন্য ভাল দিন। চাকরির স্থানে সুনাম বাড়তে পারে। চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে।
8/12
প্রিয়জনের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। আজ কোনও নতুন কাজের জন্য মনে ভীতির সঞ্চার হতে পারে। পাওনা অর্থ আদায়ে দেরি হতে পারে, কোনও উপহার পেতে পারেন আজ। বাড়তি কোনও খরচ।
9/12
চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। পিতার শরীর নিয়ে চিন্তা ও খরচ। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ। শরীরে দিকে নজর দিন, অসুস্থতার সম্ভাবনা।
10/12
বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা করতে সমর্থ হবেন। লোকের উপকার করে সুনাম পাবেন। ব্যবসায় একটু বাধা আসতে পারে। সন্তানের কোনও কাজের জন্য আনন্দ লাভ।
11/12
নতুন কোনও বন্ধু পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়তে পারে। প্রেমে অশান্তি বৃদ্ধি। অসৎ লোক থেকে সাবধান। রোগ থেকে মুক্তি লাভ।
12/12
পড়াশোনায় কোনও ব্যক্তির সাহায্য। প্রেমের কারণে আজ আনন্দ পাবেন। পিতার জন্য কোনও চিন্তা বৃদ্ধি। দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন।
Sponsored Links by Taboola