Daily Horoscope: বৃহস্পতিবার কোন কোন রাশির ভাগ্যে লক্ষ্মীলাভ? পড়ুন আজকের রাশিফল

কেমন কাটবে আজকের দিনটি ?

1/12
বন্ধুদের কাছ থেকে শত্রুর মতো ব্যবহার পেতে পারেন।সম্পত্তি নিয়ে ভাই ভাই অশান্তি হতে পারে। স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে কোনও সমস্যার সমাধান হতে পারে।
2/12
পরিবারে কারোর কাছ থেকে কিছু উপহার পেতে পারেন। আপনার থেকে ছোট কারোর সঙ্গে তর্ক বাধার আশঙ্কা। মনের মতো মানুষের দেখা পাবেন। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। 
3/12
আজ কোনও কাজই মনের মতো করা অসম্ভব। পুরোনো পাওনা পেতে বেগ পেতে হবে। কর্মের জায়গায় হিসাব নিয়ে গণ্ডগোল হতে পারে ফলে মানসিক দিকে চাপ থাকবে।
4/12
সংসারের কোনও কারণে ধৈর্য হারালে অশান্তির সৃষ্টি হতে পারে। আজ কর্মচারির জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে। অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে কোথাও আঘাত লাগতে পারে। 
5/12
আজ সারাদিন ব্যয়ের পরিমান বেশি থাকবে। শত্রুরা চক্রান্তে জিততে পারবেনা। সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর আলোচনা। ব্যবসায় লাভের আশা রাখলে গুরুজনদের কথা মেনে চলতে হবে।
6/12
ব্যবসার দিকে খুব ভাল সুযোগ আসতে পরে। সমাজের কোনও কাজে ব্যস্ত হতে হবে। বেকারদের চাকরির যোগ আসতে চলেছে। ব্যবসার দিকে ভাল ফল ও সঞ্চয় হতে পারে।
7/12
বাড়তি কোনও কাজে নিয়ে ব্যস্ত হতে হবে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। নীতি নিয়ে কোনও তর্ক হতে পারে। পিতার সঙ্গে সম্পত্তি ব্যাপারে বিবাদ। 
8/12
পরিশ্রমের ফল ভাল। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারোর প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সংকেত। 
9/12
কোনও কথা গোপন নিয়ে দাম্পত্য কলহ। আজ সারা দিন ব্যস্ততায় কাটবে। স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন পুরোনো কোনও ব্যাধির উপশম হতে পারে । 
10/12
শারীরিক উন্নতির জন্য দূরে কোথাও ভ্রমন হতে পারে। কেনা বেচা করার জন্য দিনটি শুভ। খুব দরকারি কাজ থাকলে আজ করবেন না। প্রাপ্ত বয়স্কদের কথা মেনে চলুন। 
11/12
ঝুঁকি পূর্ণ কাজ না করাই শ্রেয়। সহকর্মীর সাহায্যে পদন্নোতির যোগ। মা-বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। ব্যবসায় উপার্জনের জায়গায় বাধা। লিভারের জটিলতায় ভোগান্তি হতে পারে সতর্ক থাকুন।
12/12
আত্মীয়দের সঙ্গে পুরনো ঝঞ্ঝাট মিটে যেতে পারে। নিজের লক্ষে স্থির থাকতে পারলে কর্মে উন্নতি। বাতের যন্ত্রনায় ভোগান্তি। নতুন ভুমি বা বাসস্থান কেনার যোগ আছে। 
Sponsored Links by Taboola