Daily Horoscope: শনিবারে শনির দশা কাটবে কোন কোন রাশির? পড়ুন, আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি ?
1/12
ব্যবসায় লাভ খুব একটা থাকবে না। অর্থ অপচয় হওয়ার সম্ভাবনা আছে। শারীরিক সমস্যা থেকে মুক্তি। আজ ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ তেমন উপযুক্ত হবে না।
2/12
চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল।আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ দেখা দিতে পারে৷ আপনার মধুর ব্যবহার আজ আপনাকে খুব জনপ্রিয় করে তুলবে।
3/12
কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান। অতিরিক্ত বন্ধু আজ আপনাকে ভোগাতে পারে।আজ ব্যবসায় ক্ষতি হতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে।
4/12
আজ ভাল কোনও চিন্তা আপনাকে সারাদিন আচ্ছন্ন রাখবে। কোন বিরোধে জড়াতে পারেন। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। অতিরিক্ত রাগের জন্য আজ হাতে আসা কোনও কাজ পণ্ড হতে পারে।
5/12
আজ শেয়ার ব্যবসায় লাভ দেখা যাচ্ছে, তবে খুব চিন্তা করে এগোবেন। কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়-সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি।গান-বাজনার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের জন্য আজ ভাল সুযোগ আসতে পারে।
6/12
নানা ধরনের শারীরিক অসুস্থতা থাকবে। অনেক দিনের পুরনো কোনও অসুস্থতার হাত থেকে রেহাই পেতে পারেন। গৃহ নির্মাণে বাধা আসতে পারে। কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে।
7/12
কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পরিশ্রমের ফল ভাল পাবেন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না।
8/12
মানসিক কষ্ট বাড়তে পারে। ভাল কোনও জিনিস নষ্ট হওয়ার যোগ। আজ কোনও বন্ধুর থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ নিয়ে চিন্তা। আজ আপনার কোনও ব্যবহার লোকের খারাপ লাগতে পারে।
9/12
অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জয়ের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল সংশোধনের জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে।
10/12
আজ আপনার সুনাম বৃদ্ধি পাবে। মাত্রাছাড়া আবেগ আজ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।
11/12
ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সম্মান নিয়ে চিন্তা বাড়তে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।
12/12
সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি কোনও সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের আজ বিশেষ দিন। মনে মনে কোনও ভয় আপনার বুদ্ধি নষ্ট করতে পারে।
Published at : 21 May 2022 06:27 AM (IST)