Daily Horoscope: উন্নতির সুযোগ বৃষের, অর্থ নষ্ট মীনের, পড়ুন আজকের রাশিফল
কেমন কাটবে আজকের দিনটি ?
1/12
জমি ক্রয়-বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। পড়াশোনার ক্ষেত্রে কোনও খারাপ কিছু ঘটতে পারে। স্ত্রীর শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। মধুর কথা বলার জন্য ব্যবসায় সুবিধা হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।
2/12
অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট। ব্যবসায় পরিবর্তন। কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে। কাজের জন্য কোনও দূর রাজ্যে যেতে হতে পারে। কোনও পরিকল্পনায় বাধা আসতে পারে।
3/12
শারীরিক ও মানসিক কষ্ট বাড়তে পারে। ব্যবসায় শত্রুর দ্বারা ক্ষতি। স্ত্রীর কারণে খরচ বাড়তে পারে। অভাবের পরিমাণ বাড়তে পারে। বাড়িতে অনেক অতিথি আসায় আনন্দ।
4/12
প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি। বুদ্ধির ভুলে কাজের ক্ষেত্রে অশান্তি। লটারি ও ফাটকা ব্যবসায় টাকা নষ্ট হতে পারে। ব্যবসায় ভাল কিছু ঘটতে পারে।
5/12
মন অস্থির থাকার জন্য ভাল কাজ হাতছাড়া হতে পারে। গুরুজনের সঙ্গে বিবাদ হতে পারে। চিকিৎসার খরচ বৃদ্ধি। বড় বিপদ থেকে উদ্ধার।
6/12
কোনও মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে। প্রেমে আনন্দ লাভ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আত্মীয়-শোক আসতে পারে। ব্যবসায় মধ্যম ফল। আর্থিক চাপ বাড়তে পারে। কর্মস্থানে সম্মান বৃদ্ধি।
7/12
ব্যবসায় ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথি্র আগমন। কৃষিকাজে সাফল্য। মাথার যন্ত্রণা। শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে।
8/12
বাড়িতে কোনও শুভ সংবাদ আসায় আনন্দ। সেবামূলক কাজে শান্তিলাভ। নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ দিনের আশা পূরণ হতে পারে। ব্যবসায় চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে খরচ নিয়ে অশান্তি বাধতে পারে।
9/12
অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য দাম্পত্য-বিবাদ। দুর্ঘটনা থেকে সাবধান। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে।
10/12
ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কোনও খারাপ কথা বলার জন্য অনুতাপ। জ্যোতিষচর্চায় আনন্দ লাভ। সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা থাকবে না।
11/12
কর্মস্থানে জটিলতা কেটে যেতে পারে। ব্যবসায় বাড়তি সুযোগ আসতে পারে। জ্বর থেকে শরীরে কষ্ট বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে।
12/12
বাড়তি কোনও খরচের জন্য চাপ। কোনও খারাপ লোকের কারণে কিছু অর্থ নষ্ট হতে পারে। কোনও দু্রূহ কাজ করার জন্য সুনাম বৃদ্ধি। সঞ্চয় নিয়ে বাড়িতে আলোচনা। চাকরির জন্য যোগাযোগ।
Published at : 29 May 2022 06:22 AM (IST)