Daily Horoscope: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভ মিথুনের, বিপদ বাড়বে কুম্ভের; পড়ুন আজকের রাশিফল

Daily Astrology: কেমন কাটবে আজকের দিন? আপনার রাশিফল জেনে নিন

daily astrology

1/12
দাম্পত্যে ভাল সময়। ধর্মপ্রাণ কারও সঙ্গে সাক্ষাৎ হবে। আজ মন কোনও কারণে উদাসীন হতে পারে, তার জন্য কোনও কাজ ভাল লাগবে না।
2/12
রাস্তার লোকের সঙ্গে হঠাৎ বিবাদ বাধতে পারে। কাজের ব্যাপারে উদ্বেগ বৃদ্ধি। অপর কোনও ব্যক্তির দ্বারা আপনার ভাল কাজ পণ্ড হতে পারে। জ্বর বা অন্যান্য শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন।
3/12
কৃষিক্ষেত্রে বিনিয়োগ থাকলে বা কৃষিজমি থেকে থাকলে, সেখানে থেকে লাভ মেলার সম্ভাবনা রয়েছে। বিপণন বা সেই রকম কোনও ব্যবসা থাকলে উন্নতির যোগ রয়েছে। কোনও কাজের জন্য আজ দিনটি ভাল হবে না। কাজের দিকে আজ একটু অনীহা আসতে পারে।
4/12
সংসারে কোনও কাজের জন্য বিরক্তি। প্রেমের দিকে মান বাড়তে পারে। কোনও স্থানে ভ্রমণের কষ্ট বাড়তে বৃদ্ধি। বাড়তি কোনও খরচের জন্য অর্থ চাপ। কোনও কিছু থেকে একটু বাড়তি আয় হতে পারে।
5/12
পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা। আজ একটু বদনাম থেকে সাবধান থাকুন। তবে কাজের দিকে খুব শুভ যোগ আছে।মানসিক যন্ত্রনা বাড়তে পারে।
6/12
জমে থাকা সরকারি কাজ সহজেই মিটে যাবে। নতুন কোনও ব্যবসায়িক উদ্যোগ থাকলে বাধা কেটে যাবে। আজ একটু বিপদের আশঙ্কা আছে। একটু সাবধানে থাকুন। সংসারের কারণে অধিক ব্যয় হতে পারে।
7/12
বাড়িতে কোনও খারাপ খবর আসতে পারে। বন্ধুদের সঙ্গে আনন্দ বৃদ্ধি। আজ কোনও কারণে মনে বিষণ্ণতা বাড়তে পারে। আজ নিজের বুদ্ধির জোরে শত্রু পক্ষকে হারাতে সক্ষম হবেন। জমি কেনাবেচার জন্য সময়টা খুব অনুকূল।
8/12
আজ ভাই বোনের সঙ্গে ঝামেলা মিটে যেতে পারে। ছোটখাটো ব্যাপারে সংসারে অশান্তি। লটারি যোগ দেখা যাচ্ছে বা পাওনা আদায় হতে পারে। আজ আপনার কোনও মিথ্যে অপবাদ নিয়ে চিন্তা বৃদ্ধি।
9/12
রোগের জন্য অর্থ নষ্ট। নামী কোনও ব্যক্তি সঙ্গে দেখা হওয়ায় উপকার পেতে পারেন। কারও বিবাহ সংবাদে মনে আনন্দের উদয় হবে। যানবাহনে ওঠা নামায় বিপদের আশঙ্কা। কোমরের যন্ত্রনায় কষ্ট পেতে পারেন। দাম্পত্য জীবনে কলহ কেটে গিয়ে মিলন হতে পারে।
10/12
আজ কর্ম ক্ষেত্রে খুব সাবধানে চলবেন। নিজের দুর্বলতা অন্যকে না বলা ভাল। কোনও আলোচনা থাকলে স্ত্রীর সঙ্গে করুন। কর্মচারীদের সঙ্গে ভাল ব্যবহারে সম্মান প্রাপ্তি। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসতে পারে।
11/12
কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তার জন্য একাধিক সাহায্য আপনি পাবেন। আপনার মিষ্টি ব্যবহারে শত্রু পক্ষের মন জয়। অন্যকে বিপদ থেকে রক্ষা করতে গিয়ে নিজে বিপদে পড়তে পারেন।
12/12
কাজ সংক্রান্ত কারণে ঘুরতে হতে পারে। উৎপাদনশীলতা এবং মনোবল বৃদ্ধি পাবে। অতীতের কিছু নেতিবাচক ঘটনার কারণে আপনি বিরক্ত হতে পারেন। সবুজ রং এ দিন আপনার জন্য ভাল।
Sponsored Links by Taboola