Daily Horoscope: আজ অপ্রত্যাশিত খরচ কার ভাগ্যে? পারিবারিক সুখ মিলবে কার? পড়ুন রাশিফল
দিনের শুরুটা ভাল হবে। কারণ, কাজের জায়গায় ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পের কাজ আপনার নাম শর্টলিস্টেড হতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঝুলে থাকা আইনি বিতর্ক মিটে যেতে পারে। অতীতে ভাল পারফরম্যান্সের জন্য চলতি সপ্তাহে সিনিয়রদের থেকে প্রশংসা পাবেন। যাঁরা সিঙ্গল আছেন, তাঁদের এমন কারও সঙ্গে দেখা হতে পারে যার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে।
কোমরের সমস্যায় ভুগতে পারেন। যার জেরে আর্থিক সমস্যা দেখা দেবে। কথাবার্তায় একটু কঠোর হয়ে পড়বেন। যার জেরে পারিবারিক পরিবেশ নষ্ট হবে। আপনার ভাই-বোনেরা নিজের নিজের জগতে ভাল ফল করবেন।
স্বাস্থ্যের দিকে নজর দিন। চেস্টের সমস্যায় ভুগতে পারেন। আপনাকে বড় দায়িত্ব এবং পদ দেওয়া হতে পারে। মেন্টরের কাছ থেকে নৈতিক ও আর্থিক সাহায্য পেতে পারেন।
এদিন অপ্রত্যাশিত খরচ হতে পারে। যার জেরে চিন্তিত হয়ে পড়বেন। আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাথায়। দিনের মাঝামাঝিতে স্বস্তি ফিরবে । আশাবাদী থাকবেন ।
ঠান্ডা লাগতে পারে, তাই শরীর দুর্বল লাগবে । অপ্রয়োজনীয় জার্নি এড়িয়ে যান । অন্যথা শরীর ক্লান্ত হয়ে পড়বে । স্বামী-স্ত্রী ভুল বোঝাবুঝি ঠেকাতে উদ্যোগ নিন ।
ছোটখাট গেট টুগেদার শুভাকাঙ্খীদের সঙ্গে আপনার সম্পর্ক মজবুত করবে । ব্যবসায়ীরা লাভের মুখ দেখতে পারেন । ক্রীড়া ব্যক্তিত্বদের পক্ষে এই দিনটা ভাল । তাঁরা জয়ী হতে পারেন ।
আজ কাজের জায়গায় সুখ্যাতি থাকবে । পড়ে থাকা কাজ শেষ করে ফেলবেন । অপ্রত্যাশিতভাবে প্রোমোশন পেতে পারেন । যা আপনার বাগদত্তাকে খুশী করে তুলবে ।
যুক্তিবাদী হন । দিনের মাঝামাঝিতে স্বস্তি পাবেন এবং আত্মবিশ্বাসী হয়ে উঠবেন । যেসব ছাত্র উচ্চশিক্ষা করছেন, তাঁরা অনুকূল ফল পাবেন।
আজ নতুন প্রকল্প এবং পার্টনারশিপে নজর দিন। ব্যবসায়ীদের জটিল সিদ্ধান্ত নিতে হতে পারে। যা ভবিষ্যতে লাভের মুখ দেখাতে পারে।
পেশাগত ক্ষেত্রে, সুযোগ বাড়বে। হঠাৎ করে লাভবান হতে পারেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের উন্নতি হতে পারে। লিভার ও তলপেটের সমস্যায় ভুগতে পারেন।
রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকতে পারে।অন্যথা, পরে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে। মাঝামাঝিতে টার্গটে পূরণ করতে আপনাকে অতিরিক্ত কঠোর পরিশ্রম করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -