Daily Astrology : আজ লাভের মুখ দেখবে একাধিক রাশির জাতক-জাতিকা, কী আছে আপনার ভাগ্যে ?
আজ লাভের মুখ দেখবে একাধিক রাশির জাতক-জাতিকারা, কী আছে আপনার ভাগ্যে ?
প্রতীকী ছবি
1/12
মেষ : ব্যবসায় আজ কিছু কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। চারপাশের মানুষের সঙ্গে ভদ্র আচরণ করবেন। নিজের কমিউনিকেশন স্কিল দিয়ে বড়সড় কোনও অর্ডার পাবেন।
2/12
বৃষ : আজকের দিনটা ভাল। স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত কাটবে। নতুন কোনও প্রকল্প চালুর পরিকল্পনা করতে পারেন।
3/12
মিথুন : পুরনো কোনও রোগ সেরে যেতে পারে। অধৈর্য্য ও তাড়াহুড়ো করায় আজ কিছু সিদ্ধান্ত ভুল হতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দ্বিতীয়বার ভাবুন।
4/12
কর্কট : অতীতের বিনিয়োগ থেকে লাভবান হবেন। কাজের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন। যা ভবিষ্যতে লাভ দেবে।
5/12
সিংহ : কাজে ব্যস্ত থাকবেন। অতীতের বিনিয়োগ থেকে আপনার লাভের সম্ভাবনা। সুখের মুহূর্ত কাটাবে প্রেমিক-প্রেমিকারা।
6/12
কন্যা : আজ খুশি থাকবেন। গত সপ্তাহের সমস্যা কেটে যাবে। ব্যবসায় আজ লাভের যোগ। যার জেরে আর্থিক অবস্থা ভাল থাকবে।
7/12
তুলা : আজ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায় বিনিয়োগ করবেন না। ব্যবসায় ক্ষতি হতে পারে।
8/12
বৃশ্চিক : আজ উৎসাহী থাকবেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলে ব্যবসায় লাভের মুখ দেখবেন।
9/12
ধনু : স্বাস্থ্য ভাল থাকবে। পুরনো রোগ থেকে মুক্তি। বিলাসিতার দ্রব্য কেনার জন্য লোনের আবেদন জানাতে পারেন।
10/12
মকর : আত্মবিশ্বাসী থাকবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। পরিবার ও বন্ধুদের জন্য খরচ। কর্মপ্রার্থীরা বন্ধুর সহায়তায় চাকরি পেতে পারেন।
11/12
কুম্ভ : আজ দিনটা ভাল কাটবে না। ঔদ্ধত্যের শিকার হতে পারেন। যা পেশাগত ও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলবে।
12/12
মীন : কাজের জায়গায় দক্ষতার সঙ্গে কাজ করবেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে বিবাদ মিটে যাবে।
Published at : 18 Sep 2022 07:22 AM (IST)