Daily Astrology : মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন
মেষ রাশি (Aries Horoscope) চিন্তায় কাটতে পারে দিন। বাবা-মায়ের স্বাস্থ্যের উপর বিশেষ নজর দিন। সর্দি-কাশি সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন। নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন। চিকিৎসকের পরামর্শ নিন সঠিক সময়ে। ব্যবসা ভাল হওয়ার যোগ রয়েছে। দিনের বেলায় লোকসান হতে পারে। তবে সন্ধের দিকে ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা। চাকরিক্ষেত্রে বজায় থাকবে আত্মবিশ্বাস। উন্নতির ইঙ্গিত। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। রাগ করবেন না। জীবনসঙ্গীর সঙ্গে কোনওবিষয় নিয়ে মতানৈক্য হতে পারে। কোনও ভ্রমের কারণে আপনার মন চিন্তান্বিত হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুশি থাকার সম্ভাবনা। বাড়িতে মঙ্গল অনুষ্ঠানের যোগ রয়েছে। ফলে মনে শান্তি থাকবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবৃষ রাশি (Taurus Horoscope) মোটের উপর ঠিক থাকার সম্ভাবনা আজ। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। কোনও কথায় ভয় থাকবে না। আপনার মা এবং স্ত্রীর স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন। পেট ও চোখের সমস্যা ভোগাতে পারে। আজ কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে আপনার। ফলে মনে খুশি থাকবে। আপনার বন্ধুর সঙ্গে সিনেমা দেখতে যেতে পারেন। আজ গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আপনি। নিজের খাবারদাবারের প্রতি বিশেষ নজর রাখুন। ব্যবসায়ীদের উন্নতি হতে পারে। নতুন ব্যবসা শুরু করার জন্য দিনটি শুভ। চাকরি করেন যাঁরা তাঁদের জন্য ভাল কাটার সম্ভাবনা দিনটি।
মিথুন রাশি (Gemini Horoscope) ভাল কাটবে আজকের দিন। তবে চাকরি করেন যাঁরা, অফিসে কাজের চাপ বেশি থাকার সম্ভাবনা। চাপের কারণে ব্যবহারে রুষ্ট হবেন না। অমায়িক ব্যবহার রাখাই ভাল। কারো সঙ্গে তর্কে জড়াবেন না। অহেতুক রাগের জন্য ক্ষতির মুখে পড়তে পারে আপনার খ্যাতি। কারো সঙ্গে ঝগড়ায় না জড়ানোই ভাল। আধিকারিকদের থেকে তিরস্কৃত হতে পারেন। পরিবারকে সঙ্গে পাবেন সারাদিন। তবে পরিবারের সমস্যায় অস্বস্তিভাব থাকবে। চাপ থাকবে ব্যবসায়। আর্থিক সমস্যা হতে পারে। না চাইলেও কিছু ক্ষেত্রে বেশি টাকা-পয়সা খরচ হওয়ার সম্ভাবনা। নিজের কথায় নিয়ন্ত্রণ রাখুন। বাক সংযম না থাকলে প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে।
কর্কট রাশি (Cancer Horoscope) মোটের উপর ভাল কাটবে আজকের দিন। বাড়িতে কোনও মঙ্গলকাজ হতে পারে। যে কারণে খুশি থাকবে মন। পরিবারে অতিথি-অভ্যাগতরা আসতে পারেন। ব্যবসায় ভারসাম্য থাকবে। না লাভ না ক্ষতি এই মর্মে ব্যবসা চলা যোগ। সহযোগী ব্যবসাতেও ব্যবসা ঠিক চলার সম্ভাবনা। তবে সহযোগীর উপর নজর রাখুন। চাকরিক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনা। পদস্থ কর্তারা প্রসন্ন থাকবেন আপনার কাজে। পড়ুয়াদের জন্য কালকের দিন শুভ। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। মরশুমি কারণে শরীর-স্বাস্থ্য বিচলিত হতে পারে। সন্তানের দিক থেকে মন খুশি থাকবে। বাচ্চার চোট-আঘাত লাগতে পারে। জীবনসঙ্গীর সঙ্গ পাবেন।
সিংহ রাশি (Leo Horoscope) আজ ভাল কাটার সম্ভাবনা। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন। বাইক ইত্যাদিতে সঙ্গে কেউ গেলে তাঁকেও সাবধানে থাকতে হবে। চোট-আঘাত এড়িয়ে চলুন। নতুন বাড়ি কেনার যোগ রয়েছে। আজ সময় অনুকূলে তাই পরিকল্পনা সফল হওয়ার সম্ভাবনা। ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা। সহযোগীর পূর্ণ সহযোগিতা পাবেন ব্যবসায়িক উন্নতিতে। পরিবারের সঙ্গে কোথাও বেড়াতে যেতে পারেন। পড়ুয়াদের জন্য দিনটি শুভ। পেশাদার কোর্সেও সফলতার সম্ভাবনা। উচ্চ-শিক্ষার জন্য প্রবাসে যেতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন। সর্দি, কাশি এবং ফুসফুস সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।
কন্যা রাশি (Virgo Horoscope) খুব ভাল কাটবে আজকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁদের জন্য দিনটি খুব শুভ। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন। প্রতিটি কাজ সাহসের সঙ্গে করতে পারবেন। ধর্মীয় সঙ্গীতের দিকে মন থাকবে। বাড়িতে কীর্তন হতে পারে। শান্তি পাবেন। তবে কোনও ছোটখাটো বিষয় নিয়ে মনে খিঁচ লেগে থাকতে পারে। বাকসংযম বজায় রাখুন। বড়দের সঙ্গে কথা বলার সময় ধৈর্য অবলম্বন করুন। ব্যবসায় কাল সংকট আসতে পারে। তবে কঠিন পরিশ্রম করলে ফল পাবেন। খাওয়াদাওয়ার প্রতি যত্নবান হোন। সুগারের মাত্রা বাড়তে পারে কাল। বাড়ির খাবারে ভরসা থাকুক। সন্তান ও জীবনসঙ্গীর পক্ষ থেকে সম্পর্ক ভাল থাকবে আজ।
তুলা রাশি (Libra Horoscope) মোটের উপর ভাল কাটবে আজকের দিন। কারোর সঙ্গে মতানৈক্য কাল না করাই ভাল। অন্যথা অসুবিধায় পড়তে হতে পারে। স্বাস্থ্য নিয়ে নজর দিন। সর্দি-কাশির সমস্যায় ভুগতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিন। বাবা-মা পেটের সমস্যায় ভুগতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় পরিবর্তন হতে পারে। পৈতৃক ব্যবসা ছেড়ে নিজের ব্যবসা খুলতে পারেন। এ ব্যাপারে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে নিতে পারেন। পরিবারের সদস্যরাও আপনার সিদ্ধান্তে সমর্থনই করবেন বলে ইঙ্গিত। চাকরিক্ষেত্রে আধিকারিকদের সঙ্গে মতানৈক্য হওয়ার সম্ভাবনা। তাই কথায় নিয়ন্ত্রণ রাখুন। পড়ুয়ারা পরিশ্রমে জোর পাবেন। অসৎ সঙ্গ থেকে সরে থাকাই ভাল।
বৃশ্চিক রাশি (Scorpio Horoscope) বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য আজকের দিন ভাল কাটবে। কাজ নরমে-গরমে ভালই হওয়ার সম্ভাবনা। ব্যবসায় দিনের বেলা লোকসানের যোগ রয়েছে। ফলে মনে অশান্তি থাকবে। তবে সন্ধেয় উন্নতি। প্রেমিক-প্রেমিকাদের ভাল কাটবে প্রেমজীবন। বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে জীবনসঙ্গীর সঙ্গে। পরিবারের সঙ্গে কোথাও ডিনারে যেতে পারেন। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা থাকছে। মনে শান্তি পাবেন। জীবনসঙ্গীর তরফ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে কোনও নতুন ব্যবসা খোলার পরিকল্পনাও করতে পারেন।
ধনু রাশি (Sagittarius Horoscope) ভাল কাটবে আজকের দিন। অফিসে কাজের সময়ও ভাল কাটার সম্ভাবনা। প্রশংসা পাবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফ থেকে। বেতন বাড়তে পারে। পরিবারে থাকবে খুশির আবহ। কোনও কাজের আগে শান্তিতে এগোনো দরকার। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় পড়তে পারেন। তাই সময়মতো চিকিৎসকের পরামর্শ নিন। সন্তানের তরফ থেকে মন ভাল থাকবে।
মকর রাশি (Capricorn Horoscope) পরিবারের সম্পর্কে কোনও সুখবর পেতে পারেন। যা শুনে মনে প্রশান্তি থাকবে। বাড়ির জন্য জিনিসপত্র কিনতে পারেন আজ। রাগকে নিয়ন্ত্রণে রাখুন। আপনার ব্যবহারে আপনার উলটোদিকের মানুষটির খারাপ লাগতে পারে। ঝগড়াঝাঁটি থেকে বিরত থাকুন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। যার সঙ্গে দেখা করে খুশি থাকবেন। পড়ুয়াদের জন্য দিনটি পরিশ্রমসাধ্য হবে। জীবনসঙ্গীকে নিয়ে মনে অশান্তি থাকতে পারে। চিন্তায় থাকতে পারেন বাবা-মাকে নিয়েও।
কুম্ভ রাশি (Aquarius Horoscope) চাকরি যাঁরা করেন, তাঁদের জন্য উন্নতির খবর আসতে পারে আজ। বড় কোনও দায়িত্ব পারেন। যা আপনি ঠিকমতো সামলাতে সক্ষমও হবেন। তাতে পদস্থ কর্তা আপনার উপর খুশি হবেন। ব্যবসায়ীদের ব্যবসা ভাল চলার সম্ভাবনা। নতুন করে বিনিযোগ করার জন্য দিনটি শুভ। ফলে মনে খুশি থাকবে। পরিবারে বিবাদের পরিস্থিতি তৈরি হতে পারে। তাই বুঝেসুঝে সিদ্ধান্ত নিন। স্বাস্থ্যের দিকে নজর দিন। কোমর ও পায়ের ব্যথা ভোগাতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দিন। বাকসংযম বজায় রাখুন। নিয়ন্ত্রণে রাখুন রাগ।
মীন রাশি (Pisces Horoscope) মীন রাশির জাতক-জাতিকাদের জন্য মোটের উপর ভাল কাটবে আজকের দিন। দাম্পত্য জীবনে সম্পর্ক হবে শক্তপোক্ত। পরিবারে বজায় থাকবে সুখ ও শান্তি। মন প্রসন্ন থাকবে ফলে। পরিবারের সমস্যা আপনার ব্যবহারের কারণে কেটে যাবে। অফিসা ভাল কাটবে আপনার দিন। চাকরিতে উন্নতি হতে পারে। পদস্থ আধিকারিক আপনার উপর খুশি হবেন। ব্যবসায়িক কারণে কোথাও যেতে হতে পারে। সন্তানের তরফ থেকে সুখবর পেতে পারেন। বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। প্রত্যেক সমস্যায় পাশে পাবেন পরিবারকে। ফলে স্বস্তি পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -