পাওনা অর্থ আদায় হতে পারে কোন রাশির জাতকের, প্রেমে অভিমান বাড়বে কোন রাশির জাতকের, দেখুন-আজকের রাশিফল
1/12
অশান্তির জন্য মাথায় বাজে বুদ্ধি আসতে পারে। ব্যবসায় মনে আশার সঞ্চার হবে। তবে ভাল লাভ হাতছাড়া হতে পারে। বাড়িতে অশান্তি বৃদ্ধি। কোনও কাজের টাকা পেতে দেরি হবে। প্রেমে মান বাড়বে। নীতির দিক দিয়ে কোনও কাজ আজ কষ্ট দিতে পারে। ধর্মে আগ্রহ বেড়ে যাওয়ায় বাড়িতে সমাদর হবে। বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে।
2/12
শ্রম ও কাজের জন্য প্রশংসা পাবেন, তবে অর্থ প্রাপ্তি হবে নগণ্যই। প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের আশঙ্কা। আইনি কোনও কাজে বাধা আসতে পারে। অতিরিক্ত কথা বলবার জন্য বাজে কথা বলে ফেলতে পারেন। কোনও কাজের জন্য চাপ আসতে পারে। পেটের কোনও সমস্যা বাড়বে। প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে। স্ত্রীর সঙ্গে মতের অমিল হওয়ার আশঙ্কা। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে।
3/12
বন্ধুর বুদ্ধিতে কিছু করে আজ লাভবান হবেন। অতিরিক্ত কাজের চাপের জন্য মানসিক অবসাদ বাড়বে। পাওনা অর্থ আদায় হতে পারে। কাজে নিয়ে একটু ব্যস্ত হতে হবে। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির থেকে সাহায্য পাবেন। অপ্রিয় সত্য কথন যত কম বলা যায় ততই মঙ্গল। বাড়িতে শুভ সংবাদ আসতে পারে। অফিসে অশান্তি বাধতে পারে। শরীরের দিকে একটু নজর দিন। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য উন্নতির সুযোগ আসতে চলেছে।
4/12
প্রেমে অভিমান বাড়বে। নতুন চাকরির চেষ্টা। পারিবারিক অশান্তির সমাধান করতে পারবেন। ভাইবোনের ভিতর সম্পত্তি নিয়ে বিবাদ। শেয়ারে লাভ বাড়তে পারে। ব্যবসা ভাল মন্দ মিশিয়ে থাকতে পারে। বিয়ের যোগাযোগ আসতে পারে। খরচের পরিমাণ বাড়বে। বন্ধুদের থেকে সাবধান থাকা দরকার। কোনও ঈর্ষাপরায়ণ বন্ধুর জন্য আর্থিক ক্ষতির আশঙ্কা।
5/12
প্রিয় জনের কোনও কাজের জন্য বহু ব্যয়। কাজে ব্যাঘাত ঘটতে পারে। ব্যবসায় আয়ের পরিমাণ বাড়বে। স্ত্রীর ব্যাপারে মানসিক চিন্তা বাড়বে। বাড়িতে তৃতীয় কোনও ব্যক্তিকে নিয়ে চিন্তা। বাড়ি তৈরি নিয়ে আলোচনা। বেড়াতে গিয়ে অশান্তির আশঙ্কা। কোমরের নীচে আঘাত লাগতে পারে। আয় ও ব্যয়ের সমতা ঠিক রাখতে পারবেন না। বাড়িতে খরচের পরিমাণ বাড়তে পারে। ব্যবসায় অতিরিক্ত আশা কষ্টের কারণ হতে পারে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পরিবারে অশান্তি বাড়তে পারে।
6/12
কর্মস্থানে সমস্যার জট খুলে প্রশংসা ও সম্মান বৃদ্ধি। প্রিয় জনের সঙ্গে তর্ক বাধতে পারে। ছোট ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে। বিপদে কোনও বন্ধুর সাহায্য পাবেন না। কাজের জন্য নতুন কোনও ব্যবস্থা। ভাল কোনও জিনিস উপহার পেতে পারেন। ব্যবসায় কোনও বাধা পেরতে হবে আজ। কোনও অশান্তি অনেক দূর যেতে পারে। বাবার জন্য খরচ বাড়বে।
7/12
আত্মীয়ের উস্কানিতে সন্দেহ দানা বেঁধে স্বামী-স্ত্রীর ভিতর বোঝাপড়ায় চিড় ধরতে পারে। শত্রুর সঙ্গে আলোচনা হওয়ার সম্ভাবনা। মায়ের ক্ষতস্থানে সংক্রমণ থেকে দুর্ভোগ বাড়বে। ব্যবসায় বিনিয়োগ বাড়াতে পারেন। ভাল আর্থিক সুবিধা পারেন। চুরি থেকে সাবধান থাকুন। কর্মচারী নিয়ে সমস্যা বাড়তে পারে। রক্তচাপ নিয়ে সমস্যা হবে। প্রতিবেশীর সঙ্গে অশান্তির জন্য কাজে ক্ষতির আশঙ্কা।
8/12
গুরু জনের বিরূপ আচরণে পারিবারিক শান্তি ব্যাহত হতে পারে। ব্যবসায় অতিরিক্ত লোভ করা চলবে না। কর্মস্থানে আজ একটু ব্যস্ত থাকার দিন। পড়াশোনার ক্ষেত্রে একটু চাপ বাড়তে পারে। নীতির দিক দিয়ে কোনও পরিবর্তন হবে। অংশীদারি ব্যবসায় লাভ বাড়তে পারে। বন্ধুর কোনও কাজের জন্য বিরক্তি আসতে পারে। পেটের সমস্যা বাড়তে পারে। মায়ের শরীরের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে।
9/12
নতুন কোনও বন্ধুর সঙ্গে পরিচয় হতে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বাড়বে। বাতের ব্যথায় কষ্ট পাবেন। কোথাও বেড়াতে যাওয়ার জন্য খরচ বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য ব্যবসায় ক্ষতির আশঙ্কা। সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ আছে। কোনও আইনি কাজে সাফল্য আসবে।
10/12
বাড়ির বাইরে আর্থিক ক্ষতির আশঙ্কা। সকাল থেকে মানসিক চাপ ও তার জন্য চঞ্চলতা বাড়বে। ব্যবসায় ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য আজ সুনাম পাবেন। বাড়তি কোনও খরচ হতে পারে। রাতের দিকে আজ যে কোনও কারণে খরচ হতে পারে। কাজে ভুল হওয়ার জন্য মানসিক কষ্ট। ব্যবসায় খরচ বাড়তে পারে। কোনও কাজের জন্য নতুন কিছু চেষ্টা।
11/12
কর্মস্থানে অশান্তির জন্য আনন্দ নষ্ট। প্রেমের ব্যাপারে চিন্তা বাড়বে। আয় ও ব্যয়ের ভিতর সমতা থাকবে না। দুই চাকা জাতীয় কোনও গাড়িতে বিপদের আশঙ্কা। ব্যবসায় বাড়তি সুযোগ আসতে পারে। আজ তীর্থ ভ্রমণের কোনও আলোচনা হতে পারে। সন্তানের জন্য আনন্দ বাড়তে পারে।
12/12
অপ্রিয় সত্যি কথার জন্য কর্মস্থানে বিড়ম্বনার মুখে পড়তে হতে পারে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। কাজের জন্য আজ আপনি কোনও মূল্য পাবেন না। বন্ধু মহলে কোনও কারণে তর্ক বাথধতে পারে। আর্থিক চাপ আসবে। শরীরের জন্য খরচ বাড়তে পারে। আজ কিছু অর্থ আসতে পারে। স্নায়ুর রোগ বাড়বে। বাড়তি খরচের জন্য ঋণ নিতে হবে।
Published at :
Tags :
Horoscope