Daily Horoscope 19 August : জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কাদের সুখের সময়, কাদের জীবনে কাটবে সব বাধা ?
একনজরে দেখে নেওয়া যাক আজকের রাশিফল (Todays Horoscope)।
জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আশীর্বাদে কাদের সুখের সময়, কাদের জীবনে কাটবে সব বাধা ?
1/12
মেষ রাশি- বাড়িতে অতিথির জন্য খরচ বাড়তে পারে। লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন, কোনও বিবাদ এ সপ্তাহে একটু চিন্তার কারণ হতে পারে। হঠাৎ করে চাকরির যোগ আসতে পারে।
2/12
বৃষ : প্রত্যেকের নিজস্ব ভাবনাচিন্তা রয়েছে, সেটা মেনে নিন। মাথা গরম করবেন না, ভাল দিকে মন দিন। হাতে থাকা বাকি কাজগুলি আজ শেষ করুন।
3/12
মিথুন রাশি ছ: সৃজনশীল দিক বিকশিত হবে। মেন্টর বা বয়সে বড় কারও থেকে যথেষ্ট স্নেহ এবং সমর্থন পাবেন। একাধিক উৎস থেকে আয বৃদ্ধি হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতি পেতে পারেন আপনি।
4/12
কর্কট রাশি : নিজের জন্য খরচ করতে পারেন। নতুন বাড়ি বা গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। মানসিকভাবেও অত্যন্ত ভাল থাকবেন এই সপ্তাহে।
5/12
সিংহ রাশি : পছন্দের কারও সঙ্গে কাছেপিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভাইবোনের সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। পছন্দের সঙ্গীর খোঁজ মিলতে পারে।
6/12
কন্যা রাশি : কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। যদিও এই সময় মাথা ঠান্ডা রাখুন, ধৈর্য ধরে রাখতে হবে। ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে।
7/12
তুলা : চলতি সপ্তাহে বন্ধুবান্ধব ও পরিবারের পাশে দাঁড়াবেন। তবে, দেখবেন বন্ধুবান্ধবরা যেন আপনার এই উদারতার সুযোগ না নেন। অন্যথা আপনাকে সমস্যায় পড়তে হবে। কোনও আর্থিক সঙ্কটের মুখে পড়বেন না।
8/12
বৃশ্চিক : প্রত্যাশিত ফলের জন্য মনোযোগ বাড়াতে হবে। এজন্য সিনিয়রদের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন। বাড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনা করতে পারেন।
9/12
ধনু রাশি : জমে থাকা সব কাজ শেষ করার দিকে মনোযোগ দিন। আজ হয়তো ইচ্ছে থাকলেও বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারবেন না। নিজের কেরিয়ারের দিকে মন দিন।
10/12
মকর রাশি : হারিয়ে যাওয়া কোনও মূল্যবান দ্রব্য ফিরে পেতে পারেন। প্রেমে নতুন মোড় আসতে পারে। কর্মক্ষেত্রে লাগাতার বঞ্চনায় ক্ষোভ বৃদ্ধি। ব্যবসায়ীদের আজ বড় কোনও বিনিয়োগ না করাই শ্রেয়।
11/12
কুম্ভ- অপ্রিয় সত্য কথা যত কম বলা যায় তত ভালো। শিল্পকলার সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিদের জন্য দিনটি শুভ। কোনও দুঃসাহসিক কাজে সাফল্য।
12/12
মীন রাশি- বাড়তি কাজের চাপের জন্য শরীরে ক্লান্ত ভাব। গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও চিকিৎসার খরচ বাড়তে পারে। পরিবারের কোনও কাজের ব্যাপারে মা বাবার বিবাদ হতে পারে। বাড়তি টাকা খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি।
Published at : 19 Aug 2022 07:01 AM (IST)