Daily Horoscope 22 November : মঙ্গলে কোন রাশির মঙ্গল ? কার সামনে কঠিন চ্যালেঞ্জ ?
কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল জেনে নিন।
Daily Horoscope 22 November : মঙ্গলে কোন রাশির মঙ্গল ? কার সামনে কঠিন চ্যালেঞ্জ ?
1/12
কাজ সংক্রান্ত কারণে ঘুরতে হতে পারে। উৎপাদনশীলতা এবং মনোবল বৃদ্ধি পাবে। অতীতের কিছু নেতিবাচক ঘটনার কারণে আপনি বিরক্ত হতে পারেন।
2/12
কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান হবে। কোনও নৈতিক সমস্য়া সংক্রান্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এদিন অনেক বেশি আরামে থাকবেন আপনি।
3/12
দিনের শুরুটা ভাল হতে পারে। নতুন কিছু শেখার চেষ্টায় সফল হবেন। শারীরিকভাবে সুস্থ থাকবেন। উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। নতুন কোনও কাজ বেছে নেওয়ার আগে সবদিক দেখে ভাল করে ভেবে সিদ্ধান্ত নিন।
4/12
নিষ্ঠা, অধ্যবসায় এবং কাজের ধরনের জন্য কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। ভালবাসার মানুষের সঙ্গে ভাল সময় কাটানোর সম্ভাবনা রয়েছে।
5/12
চুরি হওয়া থেকে সাবধান থাকুন। দাম্পত্য কলহ থেকে মুক্তি পাবেন। ভাল চাকরির চেষ্টা করতে পারেন। হতাশা থেকে বেরিয়ে আসতে নিজেরই সাহায্য নিন।
6/12
শরীরে আঘাত লাগতে পারে, সাবধান। স্ত্রীর সঙ্গে ঝামেলা থেকে সতর্ক থাকুন। বহু দিনের ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে।
7/12
নতুন লেনদেনের ফলে লাভ হবে। অর্থ ঠিক মতো খাটাতে পারলে, আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। সম্পর্ক সুখী এবং প্রেমে ভরা হবে।
8/12
আপনি সহকর্মীদের সমর্থন পাবেন । পদোন্নতি পাওয়ার স্পষ্ট লক্ষণ আছে। ব্যবসা করছেন যাঁরা, সম্প্রসারণের ভাবনা আপাতত না করাই ভাল।
9/12
কর্মক্ষেত্রে একটি ভাল ছাপ তৈরি করার জন্য অনেক পরিবর্তন করতে হবে। এই সপ্তাহে আর্থিক উন্নতি হতে পারে। নতুন বিনিয়োগের ফলে ক্ষতি হতে পারে।
10/12
শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে যার ফলে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্কও মজবুত হবে। কোনও রোগের সঙ্গে লড়াইয়ের শক্তি আপনার থাকবে। কোনও অসুস্থতা থাকলে সেরে উঠবেন।
11/12
বয়সে বড় কারও থেকে যথেষ্ট স্নেহ এবং সমর্থন পাবেন। একাধিক উৎস থেকে আয বৃদ্ধি হবে। দীর্ঘদিন ধরে অপেক্ষা করা পদোন্নতি পেতে পারেন আপনি।
12/12
প্রিয়জনকে কর্কশ কথা শোনাবেন না। ব্যবসা সংক্রান্ত যোগাযোগে দীর্ঘমেয়াদি লাভ হবে। নিজের জন্য কিছু অবসর সময় বের করুন। সঙ্গীর আচরণে বিরক্ত হতে পারেন।
Published at : 22 Nov 2022 06:08 AM (IST)