Daily Horoscope: প্রেমে সাফল্য কোন রাশির ? কেমন যাবে শনিবার ?

Daily Horoscope Updates:  আজ ২২ অক্টোবার , শনিবার। সপ্তাহের এই দিনটি কেমন যাবে ? কী বলছে আপনার রাশি ? চলুন জেনে নেওয়া যাক।

প্রেমে সাফল্য কোন রাশির ? কেমন যাবে শনিবার ?

1/12
সিংহ-  পরিবারের সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে।  কাজের জায়গায় প্রাপ্তিযোগ দেখা দিতে পারে। কথার বলার সময় সতর্ক থাকুন, বুঝে বলুন। কর্মজীবনে সুযোগ ভাল আসবে। শরীর নিয়ে সতর্ক থাকুন। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে।  
2/12
ভ্রমণের সম্ভাবনা রয়েছে। প্রতিবেশির ছলনার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে।শরীর নিয়ে খেয়াল রাখুন, নয়তো কাজে অসুবিধায় পড়বেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাল সুযোগ আসতে পারে। 
3/12
সারাদিন কাজের মধ্যে কাটবে।ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।
4/12
আজ প্রিয় জনের থেকে ভালোবাসা পাবেন। সম্পত্তি মামলায় আজ সুফল পাবেন। আইনি কাজে ভাল সুযোগ আসবে। ঘুরতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যেতে পারে।  আবেগ নিয়ন্ত্রণে রাখুন নইলে বিপদ বাড়বে।
5/12
ব্যবসায় আজ শুভ খবর আসবে।  শরীর নিয়ে ভোগান্তি হতে পারে, নজরে রাখুন। রক্তচাপ বাড়তে পারে। বাড়তি কথা বলা থেকে বিরত থাকুন । বহুদিনের আটকে থাকা কাজ আজ সফল হবে।  
6/12
কন্যা- কাজের জন্য বাইরে যেতে হতে পারে। প্রতিকূল পরিবেশে মানিয়ে চলার চেষ্টা করুন, নইলে অসুবিধায় পড়তে পারেন।  অফিসে আজকে ভালো দিন। শরীর নিয়ে সতর্ক থাকুন। আপনার পরিবারের স্বাস্থ্য নিয়েও সতর্ক থাকুন। 
7/12
বিশেষ কাজে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। প্রেমে জটিলতা কাটবে। কাছের মানুষ থেকে আঘাত পেতে পারেন। আইনি ঝামেলায় জড়াতে পারেন। শরীর নিয়ে সতর্ক থাকুন। ব্যবসায় সাফল্য আসবে। দাম্পত্যে সুখের দিন ফিরবে। বাড়তি কথা থেকে বিরত থাকুন, না হলে সমস্যায় পড়বেন।
8/12
কর্কট- পরিবারে ভুল বোঝাবুঝি হতে পারে। মিথ্যে কারণে বদনাম হতে পারে আপনার, সতর্ক থাকুন।আর্থিক ব্যাপারে নতুন যোগ। কাজের জায়গায় সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। পুরনো রোগ ফেলে রাখবেন না। 
9/12
তুলা- প্রেমের দিকে না আজ এগোনোই ভাল হবে। দাম্পত্যে কলহ।  কর্মস্থানে বিবাদ এড়িয়ে চলুন। কাজের জন্য সুনাম বাড়বে। ব্যবসায় চাপ বাড়লেও, উন্নতির সম্ভাবনা রয়েছে।  ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে । 
10/12
সামান্য ভুলে বড় ক্ষতি হতে পারে। পরিবারে অশান্তি বয়ে আসতে পারে। ব্যবসা নিয়ে একটু সতর্ক থাকবেন।চাকরির জন্য নতুন সুযোগ আসতে পারে। কাজের জায়গায় দায়িত্ব বাড়তে পারে। 
11/12
প্রেমে সাফল্য আসতে চলেছে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। সম্পত্তি নিয়ে কলহ হতে পারে। নিজের অসুবিধার কথা সবার কাছে শেয়ার করবেন না। আবেগে নিয়ন্ত্রন রাখুন, নইলে সমস্যা বাড়বে ।বাড়তি খরচ দেখা দিতে পারে। পরিবারের প্রতি যত্ন নিন। 
12/12
প্রেমে অশান্তি তৈরি হতে পারে। ভালো কাজের সুনাম পাবেন।পরিবারে স্বাস্থ্যে নজর দিন, খরচ বাড়তে পারে। বন্ধুদের থেকে সাহায্য পাবেন না। আর্থিক দিক থেকে দিনটি শুভ যাবে।  
Sponsored Links by Taboola