Daily Horoscope: প্রথম প্রেম ফিরে আসতে পারে এই রাশির জাতকদের
প্রিয়জনের আগমনের খবর পেতে পারেন। স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। পরিবারে অশান্তির আশঙ্কা। সন্তানের কর্মপ্রাপ্তির খবর পেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাসস্থান বদলের চিন্তায় হতাশা বৃদ্ধির সম্ভাবনা। পড়শির উসকানিতে পা দিয়ে বিপাকে পড়তে পারেন। সঙ্গীর সঙ্গে দিনের দ্বিতীয়ভাগ সুখকর হওয়ার সম্ভাবনা। অত্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি বৃদ্ধি। কর্মস্থলে প্রশংসিত হতে পারেন।
দংশক প্রাণী থেকে সাবধান। প্রিয়জনের স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটতে পারে। মা-বাবার সঙ্গে মতবিরোধে মানসিক ক্লেশ। বড় দায়িত্ব পালন করতে হতে পারে। মেজাজ ঠিক না রাখতে পারলে বিপত্তির আশঙ্কা।
কর্মক্ষেত্রে দূরে কোথাও বদলির সম্ভাবনা। সংস্থা পরিবর্তনের চেষ্টায় সাফল্য আসতে পারে। কর্ম দক্ষতা বহু হওয়ার পরও ন্যায্য প্রাপ্তি মেলার সম্ভাবনা কম। সঙ্গীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা হতে পারে।
বহু ব্যয়ে আর্থিক পরিস্থিতি টালমাটাল হওয়ার আশঙ্কা। পারিবারিক দায়িত্ব পালনের পরও উপহাস জুটতে পারে। ব্যবয়াসীরা বিনিয়োগে লাভের মুখ দেখতে পারেন। বাক্যপ্রয়োগে নজর দেওয়া প্রয়োজন।
কটু কথার কারণে সম্পর্ক ছেদের সম্ভাবনা। কোনও প্রাপ্তি থেকে বঞ্চিত হতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে বিবাদ। স্বজনের অত্যাচারে শান্তি নষ্ট হতে পারে। স্বাস্থ্য খুব একটা নাও ভোগাতে পারে।
দীর্ঘ প্রতীক্ষার পর কর্মপ্রাপ্তিতে হতাশা কেটে যেতে পারে। নতুন উপার্জনের রাস্তা খুলে যেতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। মধুর ব্যবহারের মাধ্যমে কর্মস্থলে মন জয় করে নিতে পারেন।
স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। দুর্ঘটনায় চোট আঘাতের সম্ভাবনা। লোভের বশবর্তী হলে মানহানির আশঙ্কা। বিতর্ক বিবাদে অযথা হয়রানি। ভ্রমণের জন্য সময়টা ভালো নয়।
প্রথম প্রেম ফিরে আসতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির আশঙ্কা। স্বাস্থ্যের জন্য অত্যধিক টাকা খরচ হতে পারে। কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্যে মানসিক শান্তি। কর্মোন্নতির সম্ভাবনা বৃদ্ধি।
বকেয়া টাকা ফেরত পেতে পারেন। কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। নতুন কাজের সুযোগে মানসিক আনন্দ বৃদ্ধি। অপ্রিয় সত্য এড়িয়ে যাওয়াই শ্রেয়।
অন্যের প্রাপ্য সঠিক সময়ে দিতে না পারায় মানসিক ক্লেশ। জুটতে পারে ব্যঙ্গ বিদ্রুপ। উপকারের প্রতিদান আশা করলে হতাশা বৃদ্ধির সম্ভাবনা। দিনের দ্বিতীয়ভাগে পরিবারে কারও বিয়ের সংবাদ পেতে পারেন।
ব্যক্তিগত জীবনে প্রশংসা বৃদ্ধি। কাছের কোনও মানুষের কাছ থেকে মর্মান্তিক আঘাত পেতে পারেন। সঠিক পরিকল্পনায় কর্মস্থলে সাফল্যের সম্ভাবনা। যাচাই না করে নতুন উপার্জনের পথে হাঁটার সিদ্ধান্ত বিপজ্জনক হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -